ডেস্ক নিউজ: নগরের কোতোয়ালীতে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে কোতোয়ালী মোড় সংলগ্ন একটি হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোঃ আরিফ মিয়া (২৩), তামিম মিয়া (২০), ও মোছা: ফাতেমা আক্তার (৩৫)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে গাজীপুর নিয়ে যাচ্ছিলো বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।