চট্টগ্রামে হিযবুত তাহরীরের ২ সদস্যের কারাদণ্ড

Date:

Share post:

ডেস্ক নিউজ : দুই বছর আগে হওয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি হিযবুত তাহরীরের দুই সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনের পৃথক দু’টি ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জেলা জজ পদমর্যাদার চট্টগ্রামের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হালিম এ রায় দিয়েছেন।

দণ্ডিতরা হলেন- মো. সাইমন আলম চৌধুরী প্রকাশ সাঈম (২৮) ও সিরাজুল ইসলাম (২৯)।
এদের মধ্যে সাইমন নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের িন্দা মো. রিয়াজুল আলমের ছেলে এবং সিরাজুল রাঙ্নিয়া উপজেলার ইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। সিরাজুল থাকতেন নগরীর চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের একটি বাসায়।

মামলার তে থাকা তথ্যের ভিত্তিতে ট্রাইব্যুনালের বিশেষ পিপি মনোরঞ্জন দাশ জানিয়েছেন, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার দিকে সাইমন ও সিরাজুল মিলে নগরীর চান্দগাঁও থানার মোড়ে খাজা আজমির হোটেলের সামনে হিযবুত তাহরীরের লিফলেট বিলি করছিল। পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আ করে।

দণ্ডিত দুই আসামি গ্রেফতারের পর থেকে কারাগারে রয়েছেন।

এর আগে রাষ্ট্র ও রাষ্ট্রের জনগণের শান্তি বিঘ্নিত করতে সন্ত্রাসী কার্যকলাপের ষড়যন্ত্র ও প্ররোচিত করার অভিযোগে ২০১৮ সালে দু’জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) দিপলু বড়ুয়া। ওই মামলা তদন্ত করে পুলিশ ২০১৯ সালের ১২ মে গ্রেফতার দু’জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

একই বছরের ৩ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের ১০ ও ১৩ ধারায় অভিযোগ গঠন করে বিচার র আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ মোট ছয়জনের সাক্ষ্যগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি ক্যামেরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো জোরদার করতে দেশের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ক্যামেরা দেওয়া...

কক্সবাজার সৈকতে দাঁড়িয়ে ফেসবুক লাইভে জলবায়ু-সমুদ্র সুরক্ষার বার্তা সারজিসের

নানা বিতর্ক ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকত থেকেই ফেসবুক লাইভে এলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

‘স্বপ্ন যাবে বাড়ি’—তার আগেই সব শেষ

ওমানপ্রবাসী মো. বাহার উদ্দিন আড়াই বছর পর দেশে ফিরছিলেন। প্রিয়জনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাড়ি ফেরার আনন্দে আবেগে...

ডেঙ্গুতে প্রাণ গেল আরো ৩ জনের, হাসপাতালে ভর্তি ৪২৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২৮...