চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপনের জন্য তিন লাখ টাকা অনুদান দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। এসময় ৩৩ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রতন দত্ত। তার মেয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী সুপর্ণা দত্তের কিডনি প্রতিস্থাপনের জন্য ৭ লাখ টাকা প্রয়োজন জেনে ব্যক্তিগত তহবিল থেকে নগদ তিন লাখ টাকা অনুদান প্রদান করেন শিক্ষা উপমন্ত্রী।
আজ ১ ফেব্রুয়ারি, সোমবার সকালে উপমন্ত্রী’র চশমা হিলের বাসভবনে উপস্থিত হয়ে রতন দত্তের বড় মেয়ে সুপেন্না দত্ত অনুদানের টাকা গ্রহণ করেন।
এই সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সুপর্ণা দত্তের চিকিৎসায় সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন এবং তাঁর পক্ষ থেকে আরো সহযোগিতা করা হবে বলেও আশ্বস্ত করেন।
এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ও শাওন ঘোষ।