ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ বংশালপাড়া এলাকায় একটি দেশিয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে পুলিশ। এসময় দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে কারখানাটিতে অভিযান চালায় পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমে বলেন, ‘আগ্রাবাদের বংশালপাড়া এলাকায় অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পায় আমরা।
সেখানে অভিযান চালিয়ে দুইটি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামশ এক নারীকে উদ্ধার করি।