ফেরদৌসী বেগম মুন্নী।চট্টগ্রাম সিটি করপোরেশনের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে টানা তিনবার নির্বাচিত হন।
বিএনপি শাসনামলেও নির্বাচিত হয়েছেন তিনি।কিন্তু ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে কারণে হেরে যান তিনি।এ নির্বাচনে দলীয় সমর্থনের জন্য চেষ্টা করেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে দলীয় সমর্থন থেকে বঞ্চিত হন তিনি।
দলীয় নমিনেশন না পেলেও জনগণের চাহিদা পূরণে বিদ্রোহী প্রার্থী হয়ে ভোট যুদ্ধে নামেন মুন্নী।আনারস প্রতীকে ২৬ হাজার ৯৬৯ ভোট পেয়ে জয়লাভও করেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা বেগম পেয়েছেন মাত্র ২ হাজার ৭৫১ ভোট।
ভোটের ফলাফল প্রকাশের পর বিজয়ী ফেরদৌসী বেগম মুন্নী বলেন, আমার এ বিজয় ওয়ার্ডবাসীর বিজয়। আমি অতীতের মতো আগামী পাঁচ বছর ও ওয়ার্ডবাসীর সেবা করে যাব। ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তাদের সুখে দুঃখে আমি সবসময়ই পাশে থাকবে।