ট্র্যাভেল এজেন্সিগুলোর মালিকানা হস্তান্তর এবং দেশ-বিদেশে শাখা খোলার সুযোগ দিতে,বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।
২০১৩ সালের এ সংক্রান্ত আইন সংশোধনের জন্য আজ ‘বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন বিল-২০২০’ সংসদে পাসের প্রস্তাব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিলটি পাস হওয়ায় এখন ট্র্যাভেল এজেন্সিগুলো সরকারের অনুমোদন নিয়ে দেশে-বিদেশে তাদের শাখা অফিস খুলতে পারবে।