‘বিগ বস‘-এর বাড়ির ঘেরাটোপে অভিনব শুক্লর মধ্যে নিজের ভালবাসা খুঁজে পেয়েছেন রাখি সবন্ত। সময়ের সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাঁর অভিনব প্রেম। আগেই জানিয়েছিলেন ভালবাসার জন্য ‘সব সীমা পার’ করতে পারেন তিনি। এ বার কাজেও তা করে দেখালেন বলিউডের ‘ড্রামা ক্যুইন’।
মুখের কথায় সহ-প্রতিযোগী রুবিনা দিলায়কের স্বামীর প্রতি ভালবাসা জাহির যথেষ্ট নয়। তাই অন্য রাস্তা নিলেন রাখি। কার্যত নিজেকে রাঙিয়ে তুললেন অভিনবের প্রেমে। সারা গায়ে লাল লিপস্টিক দিয়ে লিখলেন ‘আই লাভ অভিনব’। এর পর সারা গায়ে অভিনবের নামে ট্যাটু করবেন বলেও জানান তিনি।
তবে রাখির ভালবাসার এই বহিঃপ্রকাশ একেবারেই মনে ধরেনি অভিনবের। রীতিমতো অভক্তির সুরে রাখির কাছে প্রশ্ন রাখেন, “কী হচ্ছে এ সব?” স্পষ্টভাষী রাখি সময় নষ্ট না করে উত্তরে জানান, সারা শরীরে অভিনবের নাম লেখা তাঁর ‘ক্রেজি লাভ’-এর নিদর্শন মাত্র।
সারা গায়ে লাল লিপস্টিক দিয়ে ভালোবাসা প্রকাশ করলেন রাখি সবন্ত
Date:
Share post: