ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে নৌকায় ভোট চেয়ে প্রচারণায় নেমেছেন অভিনেতা-অভিনেত্রীসহ চলচ্চিত্র জগতের একঝাঁক তারকা।
রবিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া এই প্রচারণায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অরুণা বিম্বাস, চিত্রনায়ক রিয়াজ, নাট্য অভিনেতা মীর সাব্বির, তারিন, বিজরী বরকতউল্লাহ, তানভিন সুইটি, চিত্রনায়িকা মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও চিত্রনায়ক সায়মন সাদেক।
জানা গেছে, আগামীকালও এ প্রচারণা চলবে। যুক্ত হবেন চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমার মতো জনপ্রিয় অভিনেত্রী অভিনেতা।