ডেস্ক নিউজ: চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী।
রবিবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টায় পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবলীগের আয়োজনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণার মিছিল চলাকালে আদিত্য নন্দীর উপর অতর্কিত ছুরিকাঘাত করা হয়।
এর আগে যুবলীগের এই মিছিল নিয়ে আদিত্য নন্দীর সাথে একটি গ্রুপের কথা কাটাকাটি হয়। আর এর জেরেই তাকে ছুরিকাঘাত করা হয় বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, আহত আদিত্য নন্দীকে প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তিনি শঙ্কামুক্ত আছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় গেছেন বলে জানিয়েছেন বিজয় বসাক।