ডেস্ক নিউজ: ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ১৬ দিন পর গত ৩ জানুয়ারি মারা গেছেন গ্রেগোরি মাইকেল নামে এক মার্কিন চিকিৎসক।
গত ১৮ ডিসেম্বর সম্পূর্ণ সুস্থ অবস্থায় করোনার টিকা গ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গারাজ্যের ৫৬ বছর বয়সী ওই চিকিৎসক।
এদিকে, টিকা গ্রহণের ৩ দিন পর মাইকেলের হাতে ও পায়ে ছোট ছোট দাগ দেখা দেয়। এ অবস্থায় তিনি ভর্তি হন মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে। যেখানে দীর্ঘ ১৫ বছর ধরে চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন ডা. মাইকেল।
ওই চিকিৎসকের স্ত্রী হিদি নিকেলম্যান গণমাধ্যমকে জানান, ‘মেডিকেল সেন্টারে ভর্তির পর স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায় ডা. মাইকেলের ব্লাড কাউন্ট।’
‘এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দু সপ্তাহ ধরে রক্তের প্লাটিলেট বাড়ানোর চেষ্টা করেন চিকিৎসকরা। তার চিকিৎসায় দেশটির সব বিশেষজ্ঞ চিকিৎসক মিলেও বাড়েনি ডা. মাইকেলের রক্তের প্লাটিলেট।’
তার স্ত্রী হিদি নিকেলম্যান জানায়, তার স্বামী খুবই সচেতন ও এনার্জিটিক ছিলেন। মৃত্যুর আগে একটি অপারেশন করার প্রয়োজন ছিল, কিন্তু তার আগেই স্ট্রোক করে মারা যান ডা. গ্রেগোরি মাইকেল।
সূত্র: সিবিএস