ডেস্ক নিউজ: ধর্ষণ মামলার সাক্ষী দিয়ে ধর্ষণের শিকার হওয়া ভিক্টিমের দায়ের করা মামলায় অভিযুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৮ জানুয়ারি) বায়েজিদ থানাধীন ডেবারপাড় এলাকার বায়তুল মুনাফ মসজিদের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর (৩০) ও মাহবুব আলম (৩১)। উভয়ে জামতলা ডেবারপাড় এলাকার বাসিন্দা।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আলমগীর ও মাহবুবুকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এক ভিক্টিম ধর্ষণ মামলায় সাক্ষী দেয়ায় তাকেও ধর্ষণের অভিযোগে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নাম্বার-২৭। ধারা- ৯(৩)/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ তৎসহ ধারা- ৩৭৯/৩৮০/৩৪ পেনাল কোড- ১৮৬০। তাদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।