ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীর খুলশী থানার মতিঝর্ণা এলাকা থেকে কিশোর গ্যাং লিডার মো. মুন্নাকে(২৩)গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পরিত্রাণ তালুকদার।
মুন্না খুলশীর মতিঝর্ণা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়া সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য রয়েছে খুলশী থানা পুলিশের খাতায়।
পরিত্রাণ তালুকদার গণমাধ্যমে বলেন, কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মুন্নার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে ৯ টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।