ডেস্ক নিউজ: কক্সবাজার জেলার সদর থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
সোমবার (৪ ডিসেম্বর) বাংলাবাজার আইডিয়াল স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মো. সোহাগ (২২),ও মো. সুজন মিয়া (২০। তারা দুজনেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন পশ্চিম জোরকারণ ইউনিয়নের বাসিন্দা।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী। তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোহাগ ও সুজনকে আটক করা হয়। এসময় তাদের বহন করা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫’শ ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তাদের কক্সবাজার সদর থানায় হস্থান্তর করা হয়েছে।