ডেস্ক নিউজ: নারী উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে অ্যাকশন এইড বাংলাদেশ ও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে Women Energy (Women Empowerment) নামে একটি প্রশিক্ষণ কর্মশালা।
এ কর্মশালার মধ্যে উপস্থিত ছিলেন ৫০ জনের ও অধিক নারী উদ্যোক্তা। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ও হোম হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও প্রধান নির্বাহী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া।
ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার লক্ষে কাজ করতে। তাহলে আর চাকরি খুঁজতে হবে না চাকরি দিতে পারবেন।সে লক্ষ্যেই আমাদের সবার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে,এবং উদ্যোক্তা হবার মনোভাব সৃষ্টি করতে হবে।
নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আজকে এই প্রশিক্ষণের আয়োজন করেছেন অ্যাকশন এইড বাংলাদেশ এবং ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ প্রকল্পের পরিচালক ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার অন্তু কুমার রায়, উপস্থিত ছিলেন স্টার ফেয়ার ফ্যাশন এন্ড ডান্স ইনস্টিটিউট এর পরিচালক আলমগীর হোসেন আলো,প্রশিক্ষক জাহানারা আক্তার রোজী,তৈয়ব হোসেন অনিক,সোলাইমান চৌধুরী বাবু সহ আরো অনেকে।