ডেস্ক নিউজ: খাগড়াছড়ির মানিকছড়িতে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব-৭।
বুধবার (৩০ ডিসেম্বর)রাত ১১টার দিকে ধর্মঘর ময়ুরখিল বটতলস্থ বিশাখা মহিলা সমিতি ক্লাবের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেনঃ তপন চাকমা (২৪), ও চৈইথৈই মারমা (২২)। এদের মধ্যে তপন চাকমা গুইমাড়া থানার গোড়াইছড়ি গ্রামের সিন্দুকছড়ির বাসিন্দা ও চৈইথৈই মারমা মানিকছড়ি থানার দুধছড়ি মেলঙ্গি পাড়া গ্রামের বাসিন্দা
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র্যা ব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২ জনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা বস্তার ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। তাদের মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।