ডেস্ক নিউজ: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের গাওয়া একটি গান। গিটার বাজিয়ে প্রাণ খুলে তিনি গাইছেন মার্কিন শিল্পী চার্লি পুথের ‘অ্যাটেনশন’।
ভিডিওতে দেখা যায়, গিটার হাতে গানটি বেশ স্বচ্ছন্দে গাইছেন শাহরুখ পুত্র। তার বন্ধুও যোগ দিচ্ছেন সেই গানে। দু‘জনে মিলে একসঙ্গেই গাইছেন গান। আর সেই গানের ভিডিও সামনে আসতেই আরিয়ানের অনুরাগীরা আনন্দে আত্মহারা হয়েছেন। প্রচুর শেয়ার হয়েছে গানটি।
হুবহু বাবার মতো দেখতে আরিয়ান খানের সামাজিকমাধ্যমে ভক্তসংখ্যা নেহাত কম নয়।
তবে তিনি একটু লাজুক স্বভাবের। চিন্তিত বাবার পরিচিতি আর জনপ্রিয়তা নিয়েও। তাই ঠিক করেছেন অভিনয়ে আসবেন না। কারণ এলে ভাল অভিনয় করলে তাকে বলা হবে অভিনয় তো তার জিনেই আছে। আর খারাপ করলে তার বাবার জনপ্রিয়তায় আঁচ পড়বে।