সিএমপি’র ১৬ থানায় এসএমএস সেবা চালু!

Date:

Share post:

ডেস্ক : চট্টগ্রা নগরীর ১৬ থানায় এসএমএস সেবা চালু করতে যাচ্ছে মেটোপলিটন পুলিশ (সিএমপি)। যার নামকরণ করা হয়েছে ‘সিএমপি বন্ধন’।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সেবার উদ্ভোবধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ উপলে সকালে পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সেবা কার্যক্রমের িত তুলে ধরা হয়।

এসময় কমিশনার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র ১৬ থানায় এসএমএস সেবা চালু করা হলো।

মী পহেলা জানুয়ারী থেকে সেবা কার্যক্রম শুরু হবে। ফলে থানায় আগত সেবা প্রার্থীদের যে কেউ মামলা/জিডি/অভিযোগ করলে এখন থেকে মামলা কিংবা জিডি ্তকারী অফিসারের পেছনে পেছনে ঘুরতে হবে না।

কম্পিউটার সার্ভারে নিজস্ব তৈরি সফটওয়্যারের মাধ্যমে সেবা গ্রহীতার মোবাইলে স্বয়ংক্রিয় এসএমএস চলে যাবে। এই এসএমএসে মামলার সর্বশেষ অবস্থা, তদন্ত প্রতিবেদন, মামলার ধারা, চার্জশীট, ইত্যাদি সর্ম্পকে বাদীকে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। এছাড়া সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার মোবাইল নাম্বার দেয়া থাকবে যাতে করে একজন বাদী সার্বক্ষণিক ওই তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন।

সাধারণ জনগণের সাথে পুলিশের সেতুবন্ধন তৈরি করার কথা জানিয়ে কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর ো বলেন, আমরা সবসময় জনবান্ধব পুলিশ হতে চাই। মানুষের মাঝে পুলিশ সর্ম্পকে প্রচলিত যে ভুল ধারণা রয়েছে তা দূর করতে সদ্য চালু করা এই এসএমএস প্রথার নাম দিয়েছি ‘সিএমপি বন্ধন’ (CMP BONDHON)। এই সেবা চালু করার মূল হচ্ছে মানুষের সাথে বন্ধন তৈরি করা। যাতে করে মানুষ পুলিশের সাথে যোগাযোগ করে। একটা সর্ম্পক স্থাপিত হয়।

আমরা এই কার্যক্রমগুলোতে সচ্ছতা আনতে চাই। অনেক সময় সেবা গ্রহীতারা হয়রানির অভিযোগ তুলেন। তাই সফটওয়্যারটি এমন ভাবে তৈরি করা হয়েছে এতে প্রয়োজনীয় ডাটাসমূহ এন্ট্রি করার সাথে সাথে বাদী ও তদন্তকারী অফিসারের মোবাইল ফোন এবং জোনাল এসি অফিস এবং উর্ধ্বতন কর্মকর্তার কার্যালয়ে রক্ষিত মনিটরিং সার্ভারে চলে যাবে। ফলে সেবা প্রাপ্তি সহজ হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত’সেনাবাহিনীর প্রধান’

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত। তিনি জানিয়েছেন, এ বিষয়ে তার অবস্থান...

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, অভিযোগের তীর ভারতের দিকে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার এলাকায় একটি স্কুল বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত হয়েছে। নৃশংস এই...

হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পৌঁছেছে। বুধবার...

সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাক পরিবারের ৯ ব্যাংক হিসাব ফ্রিজ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আকতার বানু ও তাদের মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার নামে থাকা ৯টি...