ডেস্ক নিউজ : নগরীর পাহাড়তলীতে আগুনে লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বুধবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত পৌন ৩ টার দিকে পাহাড়তলী বারকোয়াটার মাজারের পাশের বসতিতে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে আগ্রাবাদ স্টেশনের দুইট গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় রাত ৪ টার দিকে আগুন নির্বাপন করা হয়। আগুনে পাঁচজন মালিকের পাঁচটি বসতঘর পুড়ে যায়। এতে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে এবং উদ্ধার করা হয়েছে ৪ লাখ টাকার মালামাল।