রজার ফেডেরার এ বয়সেও এমন ফিটনেস ধরে রেখেছেন কিভাবে?

Date:

Share post:

পঁয়ত্রিশ বছর বয়েসে উই্বলডন ফাইনাল ললেন রজার ফেডেরার। শুধু পুরুষের এককেই নয়, এবারের উইম্বলডনে ৩৭ বছর বয়েসে মেয়েদের একক ফাইনাল খেললেন ভেনাস উইলিয়ামস।

এত বয়েসে কি ভাবে ফিটনেস ধরে রাখেন এই ক্রীড়াবিদরা?

ছবির কপিরাইট GLYN KIRK
Image caption মারিন চিলিচকে হারিয়ে অষ্টম বারের মতো উইম্বলডন শিরোপা জিতেছেন ফেডেরার

বলা হয় ত্রিশের কাছাকাছি এলেই শাদার ম্যান-ওম্যানরা অবসরের কথা ভাবতে শুরু করেন।

কিন্তু নিসে ফেডেরার বা উইলিয়ামসের মত তারকারা যেন এ কথা ভুল প্রমাণ করতে লেেছেন।

আরো চমকপ্রদ ব্যাপার হলো, এরা দুজনেই চোট-আঘাত মোকাবিলা করেছেন, দীর্ঘ সময় খেলার বাইরে থেকেছেন নিজেদের ফিটনেস ফিরিয়ে আনতে।

রজার ফেডেরার বয়সের এনার্জি ও ফিটনেস ধরে রাখতে এ বছরের ফ্রেঞ্চ ওপেন খেলেন নি। এই প্রথম তিনি একটি গ্র্যান্ড স্াম না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ছবির কপিরাইট Shaun Botterill
Image caption ভেনাস উইলিয়ামস এবার মহিলাদের এককে রানার্স আপ হয়েছেন উইম্বলডনে, পাশে চ্যাম্পিয়ন রবিনিয়া মুগুরুথা

এ নিয়ে কথা হয় অল ইন্ডিয়া টেনিস ফেডারেশনের মহাসচিব হিরণ্ময় চ্যাটার্জির সাথে। তিনি বলছিলেন, রজার ফেডেরার তার কাছে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। তার এমনিতেই ইনজুরি কম হয় – কারণ তিনি খেলেন শক্তির ওপর নয়, শরীরের ছন্দের ওপর।

তা ছাড়া রজার ফেডেরার তার বয়স ও ফিটনেসের কথা মাথায় রেখে ঠিক করে নিয়েছেন যে ভালো খেলতে হলে তাকে টুর্নামেন্ট বেছে খেলতে হবে, এবং ফ্রেঞ্চ ওপেন না খেলার মধ্যে দিয়ে তিনি তাই করেছেন – বলছিলেন মি. চ্যাটার্জি।

তিনি বলছিলেন, এটা এ বয়েসেও তার ফর্ম ও ফিটনেস ধরে রাখার একটা বড় কারণ । অন্যদিকে দেখা যাচ্ছে, নোভাক জোকোভিচ আর এন্ডি মারে চোটের কারণে উইম্বলডনে এবার সুবিধে করতে পারলেন না। রাফায়েল নাদাল ভালো খেলছেন, কিন্তু তিনি শক্তিনির্ভর খেলোয়াড় বলেই তাকে আগামিতেও ফিটনেসের ওঠানামার মধ্যে দিয়েই যেতে হবে।

ছবির কপিরাইট MUNIR UZ ZAMAN
Image caption রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট দলের কোচ হলেন রবি শাস্ত্রী

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ হয়েছেন রবি শাস্ত্রী । আর তার পর পরই রাহুল দ্রাবিড় ও জহির খানকে যথাক্রমে ব্যাটিং ও বোলিং উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় আগের কোচ অনিল কুম্বলেকে সরে যেতে হয়েছে, কারণ তিনিই য়েছিলেন রবি শাস্ত্রী কোচ হিসেবে আসুন ।

ভারতের মতো তারকা সমৃদ্ধ দলে কোচ হিসেবে ঠিক কি কাজ হবে রবি শাস্ত্রীর ? কোচ কে হবেন তা নির্ধারণের ক্ষেত্রে অধিনায়কের পছন্দটাই বা কেন এত গুরুত্বপুর্ণ হয়ে উঠলো?

এ নিয়ে এবারের মাঠে ময়দানেতে কথা বলেছেন ক্রিকেট সাময়িকী উইজডেন ইন্ডিয়ার সিনিয়র সম্পাদক সাম্য দাশগুপ্ত। তিনি বলছেন, ভারতের মতো তারকাসমৃদ্ধ দলে কোচের প্রধান কাজ হবে ম্যান-ম্যানেজমেন্ট। তার সাথে থাকবেন ট্রেনার এবং উপদেষ্টারা।

মি. দাশগুপ্ত বলছিলেন, ভারতের মত দলের ক্ষেত্রে অধিনায়ক যাকে পছন্দ করেন এবং যার সাথে তার একটা ভালো সম্পর্ক ও বোঝাপড়া গড়ে তোলা সহজ হবে – তাকে কোচ নিয়োগ করাটাই সঠিক সিদ্ধান্ত।

তিনি বলছেন, এর আগে ভারতীয় দলে কোচ ছিলেন গ্রেগ চ্যাপেল, জন রাইটদের মতো সাবেক খেলোয়াড়রা। তারাও নিয়োগ পাবার সময় যারা অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড় – তাদের একটা বড় ভুমিকা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...

গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ

সময় ডেস্ক বেশ কিছু নাটক করে বেশ অল্প সময়েই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা আজিজুর রহমান আজাদ। নাটকের পর্দায়...

ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ বিষয়ে কথা হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

আন্তর্জাতিক সময় ডেস্ক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন,ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...