আনোয়ারায় ইয়াবার চালান ধরতে ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় পারকি সমুদ্র সৈকত এলাকায এই হামলায় চার পুলিশ আহত হয়।
এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে রাত সাড়ে ন’টার দিকে পারকি সৈকতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পুলিশের উপর হামলার বিষয়টি স্বীকার করে বলেন, এ ধরনে জঘন্য অপরাধ যারা করেছেন তাদের ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানায়, এসআই মোহাম্মদ মাকসুদ ও নুরুল আবছারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পারকি সৈকতে অভিযান চালায়। এ সময় ইয়াবার চালানের সন্ধানে মোহাম্মদ সেলিম প্রকাশ কুত্তা সেলিমের দোকানে তল্লাশি শুরু করলে তার সাঙ্গপাঙ্গরা অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালায়।
এতে চার পুলিশ সদস্য এসআই মাকসুদ, নুরুল আবছার, কনস্টেবল আরমান ও সাইফুল আহত হয়। তাদের স্থানীয় সিইউএফএল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত কুত্তা সেলিমের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। রাত সাড়ে ন’টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পারকি সৈকতে হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছিল।
ইয়াবার উদ্ধারের অভিযানকালে গোয়েন্দা পুলিশের উপর হামলা
Date:
Share post: