ডেস্ক নিউজ : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী ভাইরাসটিতে আরো ১২৬৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
শনিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ৭ হাজার ২৪২ জনের। আর গত ২৪ ঘণ্টায় ১২৬৭ জন নতুন শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর নতুন করে আরও ১৯৮৭ জন করোনা রোগী সুস্থ হয়েছেন, এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন সুস্থ হয়েছেন।