ডেস্ক নিউজ: বাংলাদেশ ব্যাংক নির্বাচিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী ৩ জনকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে চট্টগ্রামে শেষ হল আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২০।
শুক্রবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তত্ত্বাবধানে চট্টগ্রাম বিভাগের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের কর্মসূচিতে তাদের সম্মাননা দেওয়া হয়।
এ সময় কোভিড-১৯ মহামারিকালীন ‘অভিবাসন প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা হয়।
দিবসের কর্মসূচির মধ্যে প্রবাসীর মেধাবী সন্তানদের পিএসসি, জেএসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
পিএসসিতে ১৪ হাজার, জেএসিতে ২১ হাজার, এসএসসিতে ২৭ হাজার ও এইচএসসি শিক্ষার্থীদের ৩৫ হাজার টাকা করে ৫৭৬ জনকে চেক দেওয়া হয়েছে।
উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে অভিবাসনের সঙ্গে সম্পৃক্ত বিষয়ের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপস্থিত সবাইকে আন্তর্জাতিক অভিবাসী দিবসের টি শার্ট, মগ ও ক্যাপ দেওয়া হয়।
এ ছাড়াও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে আগমন ও বহির্গমনকালে অভিবাসীদের আগমনী ও বিদায় সম্ভাষণ জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলায়ও কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।
অতিরিক্ত প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার অনুষ্ঠানে প্রধান অতিথি ও চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার এমরান আলী বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
শাহ আমানত বিমানবন্দর ব্যবস্থাপক ফরহাদ হোসেন খান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ইফতেখার উদ্দিন চৌধুরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, বিকেটিটিসি অধ্যক্ষ বেগম নওরিন সুলতানা, মহিলা টিটিসি অধ্যক্ষ বেগম আশরিফা তানজীম, বেসরকারি সংস্থা ইপসার প্রোগ্রাম ম্যানেজার আবদুস সবুর, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা এবং বায়রা’র প্রতিনিধি এমদাদ উল্লাহ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
ইমিগ্রেশনে সহায়তাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইপসা, বিলস, ব্র্যাক মাইগ্রেশন, বিটা, ঘাসফুল, কারিতাস ও ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিনিধিদের সম্মাননা জানানো হয়। কুয়েত বিশ্ববিদ্যালয়ে দক্ষতার সঙ্গে দীর্ঘ ২৫ বছর কাজ করে সুনাম অর্জন করায় মীর মোহাম্মদ মাহাবুবুল আলমকে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার।