ডেস্ক নিউজ: বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ অভিধান অক্সফোর্ড এডভান্সড লার্নার্স ডিকশনারির শব্দভাণ্ডারে এবার যুক্ত হলো জনপ্রিয় বাংলা শব্দ ‘আচ্ছা’। তবে এটি বাংলা শব্দ হিসেবে নয়, ওই ডিকশনারিতে যুক্ত হয়েছে ইংরেজি শব্দ হিসেবে।
অক্সফোর্ড অভিধানের সর্বশেষ সংস্করণে প্রায় ৩৮৪টি ‘দেশি’ শব্দ রয়েছে, যা চলতি বছরের শুরুতে প্রকাশিত হয়েছিল। যদিও এই ৩৮৪টি শব্দের সবগুলোই নতুন নয়।
অক্সফোর্ড আ্যডভান্সড লারনার্স ডিকশনারির ওয়েবসাইটে আচ্ছা শব্দটির দুটি সংজ্ঞার্থ দেয়া হয়েছে। অক্সফোর্ড অভিধানের প্রথম সংজ্ঞায়, ‘Accha’ শব্দটিকে ‘ঠিক আছে’ শব্দের সমার্থক বলে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় সংজ্ঞায়, ‘Accha’ শব্দটিকে বিস্ময় বা সুখের মতো আবেগ প্রকাশ করার একটি শব্দ হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে।
তবে শুধু অক্সফোর্ডই নয় কেমব্রিজ অভিধানেও বাংলা এই শব্দটি ইংরেজি শব্দ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও বিকল্পভাবে ‘Achcha’ বানানেও শব্দটি লেখা হয়ে থাকে।