ডেস্ক নিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ঘনবসতিপূর্ণ দুই এলাকায় নতুন করে লকডাউন জারির উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
লকডাউনের আওতাধীন এলাকার মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোববার কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
রোববার স্থানীয় সময় বেলা ১১টা ৫৯ মিনিট থেকে এ লকডাউন কার্যকর হয়েছে। এর অংশ হিসেবে সাউথ ক্যালিফোর্নিয়া এবং সান জোয়াকুইন উপত্যকায় বার ও সেলুন বন্ধ থাকবে। তবে ডেলিভারি সার্ভিসের জন্য রেস্টুরেন্ট খোলা রাখার সুযোগ থাকবে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ ৮৭ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। উভয় কোম্পানিই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে টিকা ব্যবহারের অনুমতি চেয়েছে। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।