চট্টগ্রামের কাছে হেরে গেল খুলনা

Date:

Share post:

ডেস্ক নিউজ: বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম আসরের পঞ্চম ম্যাচে শনিবার মুখোমুখি হয়েছিল গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। ব্যাট-বল দুই াগেই দারুণ পারফরম্যান্স করে নয় উইকেটের বড় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম।

নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ৮৮ রানে অল আউট করেছিল চট্টগ্রাম। খুলনাকে আরো কম রানে টিয়ে দিয়েছে তারা। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে ৮৬ রানে অল আউট করে মোহাম্মদ মিঠুনের দল।

চট্টগ্রামের হয়ে রান তাড়া করতে নামেন লিটন দাস ও সৌম্য সরকার। এ দুজনের ৭৩ রানের পার্টনারশিপেই মিঠুনের দলের জয় নিশ্চিত হয়ে যায়।

রিয়াদের বলে সৌম্য ২৬ করে আউট হলেও ফটি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ৫২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ্য প্রান্তে ৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক।

এর শেরে বাংলা জাতীয় ট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। চলতি আসরে জেমকন খুলনার এটি তৃতীয় ম্যাচ। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

রিয়াদের দলকে শুরু থেকেই চেপে ধরে চট্টগ্রাম। প্রথম ওভারেই আনামুল হক বিজয়কে হারায় খুলনা। , রিয়াদও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেননি। ২৭ রানে প্রথম তিন উইকেট হারায় তারা।

ইমরুল কায়েস ও জহুরুল হক বিপর্যয় সা দেয়ার চেষ্টা করলেও সফল হননি। দলের পক্ষে ২১ করেন কায়েস। জহুরুল ১৪ ও আরিফুল ১৫ রান করেন। শামীম পাটোয়ারি করেন ১১। এছাড়া আর কেউই দুই অংকের ঘরে রান করতে পারেনি।

খুঁড়িয়ে খুঁড়িয়ে ১৭.৫ ওভার পর্যন্ত খেলে খুলনা। দলটিকে অল্প রানে বেঁধে ফেলতে মূল ভূমিকা পালন করেছেন মুস্তাফিজুর রহমান। তিনি একাই শিকার করেছেন চার উইকেট। এছাড়া নাহিদুল ইসলাম ও তাইজুল ইসলাম দুজনে দুটি করে উইকেট শিকার করেছেন।

দুই ম্যাচের দুটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে খুলনা। অন্যদিকে তিন ম্যাচে এক জয়ে টেবিলের তিনে চট্টগ্রাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...