১ রানে পাঁচ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ

Date:

Share post:

ডেস্ক নিউজ : নিউজিল্যান্ডের পক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরু করেছিল

দুই ওপেনার ব্রেন্ডন কিং ও আন্দ্রে ফ্লেচার কিউই বোলারদের পিটিয়ে মাত্র ৩ ওভারে ৫৫ রান তোলে স্বোর্ডে।

ধারণা করা হচ্ছিল, ক্যারিবীয় ব্যাটসম্যানদের দাপুটে বিগ ম্যাচ হতে যাচ্ছে এটি। কিন্তু পরের দুই ওভারেই সেই ধারণা একেবারেই পাল্টে দেন কিউই বোলাররা।

পরবর্তী ১২ বলে মাত্র ১ রান করতেই ৫ ব্যাটসম্যানকে হারায় ওয়েস্ট । এ যেন কিউইদের অ্য প্রত্যাবর্তন!

বিনা উইকেটে ৫৮ রান ছিল ক্যারিবীয়দের। চোখের পলকে তা হয়ে গেল ৫ উইকেটে ৫৯ রান।

ক্যারিবীয় ব্যাটিংলাইনআপে এ ধ্বংসযজ্ঞ ঘটিয়েছেন লকি ফার্গুসন ও টিম সাউদি।

শুক্রবার অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে কিউই অধিনায়ক সাউদির প্রথম ওভার থেকে ৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

কাইল জেমিসনের করা ইনিংসের দ্বিতীয় ওভারে দুই ছক্কার মারে ১৮ রান যোগ হয়।

হ্যামিশ বেনেটের করা তৃতীয় ওভারে ৩ চার ও ১ ছয়ের সঙ্গে একটি ওয়াইডে হওয়া ৪ রানসহ ২৯ রান যোগ হয় ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে। এতে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩ ওভারে বিনা উইকেটে ৫৫ রান।

চতুর্থ ওভারের করতে এসে প্রথম বলেই ৩ রান দেন ফার্গুসন। ফার্গুসনের দ্বিতীয় বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ১৪ বলে ৩৪ রান করা ফ্লেচার। পরের তিন বলে কোনো রান নিতে পারেননি শিমরন হেটমায়ার।

ফার্গুসনের শেষ বলে শূন্যরানে আউট হন হেটমায়ারও।

পঞ্চম ওভারে এসে দ্বিতীয় বলে ১৩ রান করা কিংকে ফেরান সাউদি। তার পঞ্চম বলে শূন্যরানে ফেরেন রভম্যান পাওয়েল।

১ রানেই ৪ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতেও মন ভরেনি কিউই বোলারদের।

পাওয়ার প্লের শেষ ওভারে ্রমণে আসেন ফার্গুসন। এবার প্রথম বলেই আউট করেন ১ রান নিয়ে রানের খাতা খোলা নিকলাস পুরানকে।

এই উইকেটের পর ৩.১ ওভারে বিনা উইকেটে ৫৮ থেকে ৫.১ ওভার অর্থাৎ ১২ বলের ব্যবে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। বিপরীতে জমা করতে পারে কেবল ১ রান।

তবে অধিনায়ক কায়রন পোলার্ড আবার দৃশ্যপট পাল্টে দেন। মাত্র ২ ওভারে ৫ উইকেট নেয়া কিউই বোলারদের দাপটকে ভেঙে চূড়মার করে দেন তিনি। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে ১৮০ রানের বড় সংগ্রহ এনে দেন পোলার্ড।

এই ৭৫ রানে ৮টি ছক্কার মার ছিল পোলার্ডের।

৭ উইকেট হারিয়ে ১৮০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

১৮১ রানের লক্ষ্য পূরণে মাঠে নেমেছে কিউইরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১০১ রান করেছে কিউইরা।

জয়ের জন্য ৪১ বলে ৭৫ রান দরকার তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) এই বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তা...

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...