অনেক কথাই বলো তুমি চুপটি আমি রই
তোমার ঘরেই যাএা শুরু ভেবেই ব্যাকুল হই।
আমরা ছিলাম একলা একা –নিলে আপন করে
ঘরে এনে দিলে মোদের ভালোবাসায় ভরে।
সেই যে আমি বদলে গেলাম নতুন হাওয়া পেয়ে
দুঃখ দিলাম, ব্যথা দিলাম তোমার কাছে গিয়ে।
এখন আমি একলা একা দেখার কেহ নাই
তুমি অনেক ভালো থাকো দোয়া করে যাই।
পৃথিবীটা অনেক বড় অনেক লোকের ভীড়
চলার পথে হাড়িয়ে গেলাম পাইনা খুঁজে তীর।
স্বাক্ষর আমি করতে শিখি তোমার হাতটি ধরে
কলম খানি ধরলে আজও সেইটা মনে পরে।
অপরাধের পাএ ভারি- শেকড় দিলে কেঁটে
উদার তুমি কষ্ট গুলো না হয় নিতে বেটে।
আজ যে আমি গ্রিলটি ধরে আকাশ খুঁজে যাই
এই আকাশের মাঝে আমি তোমার আকাশ পাই।
ক্ষমা করো আমায় তুমি ভুল করেছি ভুলে
তিক্ত জীবন পারি দিতে তরী ওঠে দুলে।
পাখি হয়ে ঘর ছেড়েছি মুক্ত তুমি আজ
ভুলে গেছি বাড়ি যে কই ভুলে গেছি সাজ।
বুকে আমি কষ্ট নদী বিশাল পাথর চেপে
তোমার সাথে কথা বলি হিসাব করে মেপে।
মাঝে মাঝে কষ্ট জাগে চোখের জলে ভাসি
জীবন খাতা খুলে আমি করুন করে হাসি।
গাছটা আমার নেই যে আজি আমার ভুবন ফাঁকা
তুলির রংটা শুকিয়ে গেছে যায়না ছবি আঁকা।
তোমার পাশে আত্নীয় আর অনাত্মীয়ের ভীড়
আমি ভীষণ একলা একা হারিয়ে খুঁজি তীর।
লেখাঃ-শারমীন আক্তার নিহারীকা