করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের অন্যতম জ্যেষ্ঠ অভিনেতা আজিজুল হাকিম।
বিষয়টি অনলাইন নিউজে নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরীসহ ডিরেক্টরস গিল্ডের একাধিক সদস্য।
চয়নিকা চৌধুরী বলেন, ‘হাকিম ভাই, জিনাত ভাবী এবং তাদের সন্তান করোনা পজিটিভ হন সম্প্রতি। মা ও ছেলের অবস্থা স্বাভাবিক থাকলেও গতকাল অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করানো হয়। রাতেই আমার সঙ্গে কথা হয়েছে ভাবীর সঙ্গে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে শুনি অবস্থার দ্রুত অবনতি ঘটনায় লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে হাকিম ভাইকে। সবার কাছে এই ভালো মানুষটার জন্য একটু দোয়া চাই।’
এর আগে ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয়।
নব্বই দশকের শুরুর দিকে মঞ্চনাটকের মধ্য দিয়ে অভিনয়ে যুক্ত হন আজিজুল হাকিম। পরবর্তীতে টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পেয়েছেন এই অভিনেতা। নিয়মিত অবিনয় করছেন এখনও। তার সহধর্মিনী জিনাত হাকিম নিজেও একজন জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা। তাদের দুই সন্তান, মেয়ে নাযাহ হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন দেশের অন্যতম অভিনেতা আজিজুল হাকিম
Date:
Share post: