আজ সকাল ১১.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকল্পে চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, আমদানীকারক, পাইকারী ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতি ও হকার্স সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে রাখার আশু করনীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মার্কেট ও বানিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশি ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্তে করনীয়, পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় পুলিশ কমিশনার মহোদয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান। তিনি বলেন রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং মহিলা ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে মহিলা পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সভায় পুলিশ কমিশনার মহোদয় আহ্বান জানান।যান চলাচল স্বাভাবিক রাখতে রমজান মাসে বড় দোকানের সামনে কোন প্রকার ভাসমান দোকান না রাখার জন্য এবং দোকানের মুখ পরিস্কার রাখার জন্য সভায় পুলিশ কমিশনার মহোদয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সভায় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে আলোচনা হয় এবং অতি প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার জন্য পুলিশ কমিশনার মহোদয় অনুরোধ জানান। রমজান মাসে হকাররা ফুটপাতের এক তৃতীয়াংশের বেশী জায়গা দখল না করার ব্যাপারে সভায় আলোচনা হয়। যানজট নিরসনে প্রতিটি মার্কেটে আলাদা পার্কিং এর ব্যবস্থা করার পাশাপাশি ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি পুলিশ কমিশনার মহোদয় আহবান জানান।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ-উল-হাসান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জনাব হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব ফারুক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব সঞ্চয় কুমার কুন্ডু, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, উপ-পুলিশ কমিশনার (এমটি ও সরবরাহ) হাসান মোঃ শওকত আলী, সংশ্লিষ্ট জোনের সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, র্যাব, সিআইডি, হাইওয়ে পুলিশ, এপিবিএন, পিবিআই, ইন্ডাস্ট্রিায়াল পুলিশ, ট্যুরিষ্ট পুলিশ এর প্রতিনিধিসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। ব্যবাসায়ী নেতৃবৃন্দের মধ্যে জনাব মাহফুজুল হক শাহ, জনাব মোঃ আবুল কাসেম, জনাব মোঃ ছগির, জনাব মোস্তাক আহমেদ চৌধুরী, জনাব সৈয়দ ছগির আহমেদ, জনাব খায়রুল ইসলাম, জনাব এআরএম শামীম উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।