ফিল্মি স্টাইলে ডাকাতি করে গ্রেফতার হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীলীগের সভাপতি

Date:

Share post:

রিতিমতন ফিল্মি স্টাইলে ডাকাতি করে বেড়ায় এমন একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৬ ন) রাতে ডাকাত চক্রটির সন্ধানে েষ ভিযান পরিচালনা করে তলী কর্ণফুলী এবং নগরীর মোড় থেকে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৬ ডাকাত হলেন, কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইর মোক্তার হোসেন (২২),চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের ী (৩২), আনোয়ারার মাসুদুর রহমান (৪০) ও সীতাকুণ্ডের মো. এরশাদ

গত ঈদুল ফিতরে করা পোষ্টার
গত ঈদুল ফিতরে করা পোষ্টার

গ্রেফতার হওয়াদের মধ্যে একজন তাঁতী লীগের চট্টগ্রাম দক্ষিন জেলা কমিটির সভাপতি এস এম মাসুদুর রহমান৷দলীয় পদের আড়ালে তার ্ধে সরাসরি ডাকাতির কাজে জড়িত থাকার অভিযোগ মিলেছে৷ সেই অভিযোগে গতকাল শুক্রবার পুলিশের হাতে গ্রেফতারের পর নিজ মুখে স্বিকার করেছে চট্টগ্রাম নগরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা গ্রাহকদের টার্গেট করে ডাকাতিতে তার সরাসরি জড়িত থাকার বিষয়টি৷ গ্রেপ্তার এস এম মাসুদুর রহমান (৪০) আনোয়ারা উপজেলার হাইলধর সৈয়দ বাড়ির জহিরুল আলমের ছেলে।

পুলিশি তথ্য অনুযায়ী,মাসুদুর রহমানের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় আরও দুটি মামলা রয়েছে। এরমধ্যে একটি ২০১৬ সালের ১০ ডিসেম্বরের অস্ত্র আইনের ১৯ (এফ) ধারার ও অপরটিও ২০১৬ সালের ১০ ডিসেম্বরের দণ্ডবিধির৩৮৯/৪০২ ধারার মামলা।
আজ (২৭ জুন) নগরীর মোমিন রোডের সিএমপির দক্ষিণ জোনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি’র দক্ষিণ বিভাগের ডিসি মেহেদী হাসান গ্রেফতার ৬ ডাকাতকে গ্রেফতার ও ঘটনার বিস্তারিত তুলে ধরেন৷

জানানো হয়, গ্রেফতারকৃত এ ডাকাত চক্রটিই নগরীর বিভিন্ন সড়কে ফিল্মি স্টাইলে ডাকাতি করে থাকে। গত ১৬ জুন ধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে ডাকাত চক্রটি জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনায় দায়ের করা মামলার তদম্তে নেমে চক্রটির সন্ধান পায় টিম কোতোয়ালি। তদন্তের একপর্যায়ে সাঁড়াসি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে ডাকাত দলের কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ,৩ টি টিপ ছোরা,দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানান ডিসি মেহেদী৷

সংবাদ সম্মেলনে ডিসি মেহেদী হাসান বলেন, বিভিন্নি ব্যাংক প্রতিষ্ঠানের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি বেদীর (সোর্স) ভুমিকায় থাকে। বেদীর কাজ হলো ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে এমন ব্যক্তিকে অনুসরণ করা এবং অন্যদের তথ্য সরবরাহ করা। এরপর অন্যরা বেদীকে অনুসরণ করে ঘটনাস্থলে অব নেন। একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু লুন্টন করে চক্রটি চম্পট দেয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, এই ডাকাতদের হাতে ডাকাতির শিকার ভোক্তভোগী একজনের দায়ের করা মামলার তদন্তে নেমে আমরা চক্রটির সন্ধান পাই। গ্রেফতার ৬ ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি মোহাম্মদ মহসিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে...

ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট শেষ

লঙ্কানদের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ৬ রানের ব্যবধানে ৭...

নিজ দেশে দ্রুত আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু

নিজ দেশের মানুষের ওপর থেকে দ্রুত আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক জরিপে দেখা গেছে তাঁর ওপর...

পুনর্জন্ম নেবেন, উত্তরসূরি শনাক্ত করবে ট্রাস্ট, জানালেন দালাই লামা

তিব্বতি বৌদ্ধদের নেতা চতুর্দশ দালাই লামা বলেছেন, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার স্থাপিত অলাভজনক সংস্থারই কেবল তার উত্তরসূরি...