যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা স্ত্রী।

Date:

Share post:

যশোরের বাঘারাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে ের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা স্ত্রী।

(১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোশারফ হোসেন (৪৮)। তিনি যশোরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। তার স্ত্রী শাহনাজ পারভীন (৪০) গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে াধীন রয়েছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালের স্টাফ নার্স হিসেবে কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, মোশারফ হোসেন মাগুরার সদর উপজেলার ইসাদহ গ্রামের । চাকরির কারণে তিনি পরিবার নিয়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার দুপুরে শাহনাজ পারভীনের ডিউটি শেষে মোশারফ মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যান। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে যশোরের উদ্দেশে রওনা দেন। সাড়ে ১১টার দিকে যশোর-মাগুরা সড়কের সীমাখালী ব্রিজ পার হয়ে রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল নিয়ে ধাক্কা দেন মোশারফ। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোশারফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরিফ আহমেদ জানান, আহত শাহানাজের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় আঘাত লেগেছে, যে কারণে সিটিস্ক্যানের পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী অবস্থা বলা সম্ভব হবে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরি বলেন, “দুর্ঘটনার পর আহত দুজনকে হাসপাতালে পাঠাতে সহযোগিতা করে । শুনেছি তাদের একজন নিহত হয়েছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টার...

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত কিশোরী তাসনীম ইসলাম প্রেমা (১৮) মারা গেছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম...

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...