আবারো মেয়রের আসনে আব্দুল মান্নান।

Date:

Share post:

দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পর মেয়রের দায়িত্ব নিয়ে মাত্র ১৯ দিনের মধ্যে আবারো সাময়িক বরখাস্ত হন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান। তৃতীয় দফায় সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারির কপিটি নগর ভবনে পৌঁছার মাত্র দেড় ঘণ্টার মধ্যেই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে চেয়ারে বসেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, প্যানেল মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। মাঝখানে সাপ্তাহিক ছুটির দুদিন শুক্র ও শনিবারের পর আবারো রোববারের উচ্চ আদালতের এক আদেশের প্রেক্ষিতে গতকাল সোমবার মেয়রের চেয়ারে বসেছেন নির্বাচিত মেয়র বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান। স্থানীয়দের ভাষ্য মতে, নাটকীয় ঘটনা ঘটছে গাজীপুর সিটি করপোরেশনে।

তৃতীয় দফা সাময়িক বরখাস্তের আদেশ আদালতে তিন মাসের জন্য স্থগিত করার পর গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নান আবারো মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে তিনি নগর ভবনে গিয়ে দায়িত্ব নিয়ে দিনের স্বাভাবিক কাজকর্ম শুরু করেন। তিনি নগর ভবনে পৌঁছলে নগরের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। পরে মেয়র কার্যালয়ে গেলে সেখানেও নানা শ্রেণি-পেশার লোকজন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নগর মেয়র এমএ মান্নান প্রতিক্রিয়ায় জানান, অন্যায়ভাবে তাকে বার বার সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরপরও আল্লাহর রহমতে আইনি লড়াইয়ে জয়ী হয়ে আবারো জনসেবার দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব পালনে সিটি করপোরেশনের কাউন্সিলর ও নগরবাসীর সহযোগিতা কামনা করে আরও বলেন, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো রাজনৈতিক হয়রানি ও উদ্দেশ্যমূলক।

এর আগে রোববার মেয়র পদ থেকে বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানকে তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৃতীয় বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে এমএ মান্নানের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, উপ-সচিব, ঢাকার বিভাগীয় কমিশনার, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি কমিশনার, গাজীপুরের পুলিশ সুপারকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে ওই আদেশে। এর আগে এমএ মান্নান দ্বিতীয় দফা সাময়িক বরখাস্ত হওয়ার পর আইনি লড়াই করে উচ্চ আদালতের রায়ের পর গত ১৮ই জুন গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে বসেন।

দায়িত্ব পালনের ১৯ দিনের মাথায় গত ৬ই জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ মান্নানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) গৃহীত হওয়ার প্রেক্ষিতে সাময়িক বরখাস্তের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই নগরের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনের কপিটি নগর ভবনে আসে গত বৃহস্পতিবার দুপুরে। সিটি করপোরেশনের অভিযোগে দুদকের দায়ের করা অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারের মামলার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে নির্বাচনের চার বছর পূর্তিতে মেয়র এমএ মান্নান সিটির বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর খাবার টেবিলে বসতেই সাসপেন্ড করার এ খবরটি ছড়িয়ে পড়ে। মান্নানকে সাসপেন্ড করার খবর পাওয়ার পর পরই বিকালে নগর ভবনে গিয়ে আবারো ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। এসময় তাকে ফুল দিয়ে বরণ করা হয়। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিয়ে আসাদুর রহমান কিরণ জানান, তাকে এর আগে মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের যে দায়িত্ব দেয়া হয়েছে তা আর বাতিল করা হয়নি। সে কারণে নতুন করে চিঠি না দিলেও তিনিই ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...