
ভারতের বিশিষ্ট চলচ্চিত্রকার গৌতম ঘোষ বাংলা চলচ্চিত্রসেবীদের এক হয়ে বিশ্ব বাজারে বাংলা ছায়াছবির জন্য একটি অভিন্ন পথ তৈরির সুপারিশ করেছেন।
বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলা সিনেমার জন্য যদি ‘ওয়ান উইন্ডো’ বা একক একটি পথ খোলা যায় তাহলে বিশ্বব্যাপী যে বাংলাভাষী সিনেমা দর্শক রয়েছে তাদের কাছে পৌঁছানো সহজ হবে।
তিনি বলেন, “পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অর্থনৈতিক অবস্থা খুব ভাল নয়। ভারতের তামিল বা তেলেগু ছবি সারা বিশ্বে নিজেদের জায়গা করে নিয়েছে।”
“বাংলাদেশের অনেক ইয়াং ছেলেমেয়ে ভাল ছবি করছেন। তাদের ছবি এদেশে আসা উচিত। আমাদের এদিককার ছবিও ওদিকে যাওয়া উচিত।”
বাংলাদেশে যৌথ প্রযোজনার ছায়াছবির ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে মি. ঘোষ বাংলাদেশের নীতিমালা সংস্কারের পক্ষেই কথা বলেছেন।
তবে তিনি একই সঙ্গে যৌথ প্রযোজনার প্রক্রিয়াটি চালু রাখার কথাও বলেন।
তিনি বলেন, পদ্মা নদীর মাঝি, মনের মানুষ কিংবা শঙ্খচিলের মতো ছায়াছবিগুলো যৌথ প্রযোজনার সব নিয়মাবলী মেনেই তৈরি করা হয়েছিল।
কিন্তু ইদানীংকালে দেখা গেছে কিছু ছবি তৈরি হচ্ছে যেগুলো যৌথ প্রযোজনার শর্ত পূরণ না করেই তৈরি হয়েছে, তিনি বলেন, এগুলো নিয়েই অনেকের আপত্তি রয়েছে।
আরো দেখুন:
যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে কেন এতো বিতর্ক?
কেন ভারতে গো-রক্ষার নামে মানুষ হত্যা বন্ধ হচ্ছেনা?
আনসার বিদ্রোহ: ১৪৪৭ জনকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ আদালতের