রাশিয়া বিশ্বকাপ থেকে ঢাকার মাঠে

Date:

Share post:

বিশ্বকাপে খেলতে পারার রোমাঞ্চ কেমন? গল্পটা চাইলে এখন বাংলােশের ফুটবলাররাও শুনতে পাবেন। রাশিয়া খেলা এক স্ট্রাইকারকে নিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ন্ধরা কিংস।

ড্যানিয়েল কলিন্দ্রেস, কোস্টারিকান ফরোয়ার্ড। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকা স্কোয়াডে শুধু নামই ছিল না। সার্বিয়া ও সুইজারল্যান্ডের বিপক্ষে মোট ৯৮ মিনিট মাঠে ছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশেই ছিলেন কলিন্দ্রেস, খেলেছেন ৮১ মিনিট পর্যন্ত। এবার তাঁকেই দেখা যাবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ব্ধরার জার্সিতে। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ খেলা এ ফুটবলার ঢাকা এসে পৌঁছাবে বলে জানিয়েছেন ক্লাবের পতি ইমরুল হাসান, ‘আমরা বাংলাদেশের দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই। সেই ধারাবাহিকতায় বিশ্বকাপে খেলা খেলোয়াড় নিয়ে আসছি ঢাকায়। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন তিনি।’

বর্তমানে জাতীয় দলের সঙ্গে জাপান সফরে আছেন কলিন্দ্রেস। কাল জাপানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা। সেখান থেকেই সরাসরি বাংলাদেশে এসে পৌঁছাবেন তিনি। তাঁকে দেখা যেতে পারে নীলফামারীতে মালদ্বীপ চ্যাম্পিয়ন ক্লাব নিউ রেডিয়েন্টের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ম্যাচটি হবে ২১ সেপ্টেম্বর।

দেপোর্তিভো সাপ্রিসার একাডেমিতে বেড়ে ওঠা এই ফরোয়ার্ডের পেশাদার ফুটবলে অভিষেকও এই ক্লাবে। সাপ্রিসার হয়ে ২ সেপ্টেম্বর খেলেছেন শেষ ম্যাচ। কোস্টারিকান টেলিভিশন চ্যানেল টিডি মাস তাদের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত েছে সাপ্রিসার হয়ে কলিন্দ্রেসের শেষ ম্যাচ খেলার কথা। সেখানে বলাও হয়েছে, বাংলাদেশে আসছেন ৩৩ বয়সী এই ফরোয়ার্ড।

রিয়াল মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসের সঙ্গে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে কলিন্দ্রেসের। আন্তর্জাতিক ক্যারিয়ারে কোনো গোল না পেলেও ১৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাঁর। কোস্টারিকান লিগে সাপ্রিসার হয়ে ৫টি লিগ জেতা কলিন্দ্রেসের পরিচয় ফরোয়ার্ড হলেও মিডফিল্ডে খেলতে পারেন। তবে পছন্দের পজিশন উইংয়েই। দুর্দান্ত গতি ও খেলা বানিয়ে দিতে পারেন দলের খেলায় অনেক ভূমিকা রাখতে পারেন। গোল করার চেয়ে বানিয়ে দেওয়াটাই তাঁর মূল কাজ।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কলিন্দ্রেস বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার নন। এর আগে ‘৮৬ বিশ্বকাপ খেলা সামির শাকির খেলেছেন ঢাকা আবাহনীর হয়ে। ইরাকি ডিফেন্ডার দুর্দান্ত খেলে ঢাকা মাতিয়ে পরে কোচ হিসেবেও বাংলাদেশকে প্রথমবারের মতো উপহার দেন সাফ ফুটবলের । মোহাডানে খেলা এমেকা ইউজিগোরও বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। তবে সেটা সাদা-কালো ছেড়ে গিয়ে ‘৯৪ বিশ্বকাপ খেলেছেন র হয়ে। সেই তুলনায় কলিন্দ্রেসের বিশ্বকাপের স্মৃতি একটু বেশি টাটকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী ফারমিন গ্রুপের চেয়ারম্যান জিনাত সোহানা গ্রেফতার

বায়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান জানিয়েছেন, জিনাত সোহানা গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের সঙ্গে...

জানা গেল এতদিন কোথায় লুকিয়ে ছিলেন মমতাজ

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২...

জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি শুরু হয়েছে

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল...