
২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা আন্দ্রেস ইনিয়েস্তা দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রাশিয়ার কাছে স্পেনের হারের দিন ৩৪ বছর বয়সী ইনিয়েস্তা বদলি হিসেবে নেমেছিলেন।
দেশের হয়ে ১৩১’তম ম্যাচে খেলতে নেমে পেনাল্টি শুটআউট থেকে গোল করেন ইনিয়েস্তা।
২০০৬ সালে অভিষেক হওয়া ইনিয়েস্তা স্পেনের হয়ে ২০০৮ ও ২০১২’তে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন।
২০১০’এ স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইনিয়েস্তার।
ঐ আসরের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন তিনি।
সাবেক বার্সেলোনা খেলোয়াড় বলেন, “কখনো কখনো শেষটা মনের মত হয় না। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে দু:খের দিন।”
এবছর মে মাসে বার্সেলোনার সাথে ২২ বছরের সম্পর্ক ছিন্ন করেন ইনিয়েস্তা। পরের মৌসুম থেকে জাপানের ক্লাব ভিসেল কোবে’তে খেলবেন তিনি।
১২ বছর বয়সে বার্সেলোনা যুব দলে যোগ দেয়া ইনিয়েস্তা ক্লাবের হয়ে ২২টি শিরোপা জিতেছেন।
স্পেনের কোচ ফার্নান্দো হিয়েরো ইনিয়েস্তাকে স্পেনের ‘ইতিহাসের সর্বকালের সেরাদের একজন’ বলে আখ্যায়িত করেছেন।
আরো পড়ুন:
‘মদ্রিচ অন্য গ্রহের খেলোয়াড়’
বিশ্বকাপ ২০১৮: কাভানির ইনজুরিতে ‘চিন্তিত’ উরুগুয়ে
বিশ্বকাপ ২০১৮: লাল কার্ড-হলুদ কার্ড যেভাবে এলো
জাতিসংঘ মহাসচিবের সফর: যা পেতে পারে বাংলাদেশ
Source from: http://www.bbc.com/bengali/news-44678423