রেজরের বিজ্ঞাপনে লোমশ নারী মডেল নিয়ে কেন এত বিতর্ক

Date:

Share post:

ছবির কপিরাই Billie on Unsplash
Image caption এই বিজ্ঞাপন নিয়ে ব্যাপক ্ক চলছে িডিয়ায়

“শরীরের লোম। সবার শরীরেই লোম আছে।”

একেবারে সোজাসাপ্টা কথা। কিন্তু মেয়েদের রেজরের বিজ্ঞাপনের এই কথাগুলো ব্যাপক বিতর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্রে। এই বিজ্ঞাপনে লে মেয়েদেরকে রেজর দিয়ে তাদের শরীরের লোম শেভ করতে দেখা যাচ্ছে।

কিন্তু এতে এমন বৈপ্লবিক কি আছে যে এটি নিয়ে এত তর্ক-বিতর্কের ঝড় উঠেছে?

এতদিন রে মেয়েদের রেজরের বিজ্ঞাপন যারা দেখেছেন, তারা জানেন ্থক্য কোথায়। মেয়েদের রেজরের বিজ্ঞাপনে যারা মডেল, তাদের শরীরের ত্বক সবসময় মসৃণ, নির্লোম। এমনকি বাস্তবে যা নয়, এই মডেলদের তার চেয়েও নাকি বেশি মসৃণ, মোলায়েম আর নির্লোম হিসেবে উপস্থাপন করা হয় ছবিতে এয়ারব্রাশ করে।

মেয়েদের রেজর ব্রান্ড বিলি জানিয়েছে, গত একশো বছরের মধ্যে এই প্রথম কোন রেজরের বিজ্ঞাপনে তারা যে লোমশ নারীকে মডেল হিসেবে ব্যবহার করেছে, সেটি াল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপনে মডেলের পা, বগল এমনকি পেটের লোম ক্লোজ আপে দেখানো হয়েছে। আর সোশ্যাল মিডিয়ায় মেয়েদের অনেকেই এর ব্যাপক প্রশংসা করেছেন।

‘দিস ইজ ড্যাম বিউটিফুল’, ইনাগ্রামে করেছেন একজন। “আমি রেজর পছন্দ করি না, কিন্তু এই বিজ্ঞাপনটা এত দারুণ।”

আরও পড়ুন: মডেলের ফিগার পাল্টানোর ফাঁকি আর চলবে না

লন্ডনে কেন নিষিদ্ধ হলো বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন

‘নারীদের বেশিরভাগ বিজ্ঞাপনে বাথরুমেই আটকে রাখা হচ্ছে’

বিজ্ঞাপনে লোমশ নারীকে মডেল হিসেবে ব্যবহারের কারণ ব্যাখ্যা করে বিলি’র অন্যতম প্রতিষ্ঠাতা জর্জিনা গুলি গ্ল্যামার ম্যাগাজিনকে বলেন, “ব্রান্ডগুলো যখন এরকম একটা ভান করে যে মেয়েদের শরীরে যেন কোন লোম নেই, তখন তারা আসলে মেয়েদের শরীরকে নিয়ে বিদ্রুপ-সমালোচনার কাজটাকেই উৎসাহিত করছে। তারা যেন বলছে, তোমার শরীরের লোম নিয়ে তোমার লজ্জা পাওয়া উচিৎ।”

বিজ্ঞাপনের পাশাপাশি অনলাইনে একটি প্রচারণাও শুরু করেছে এই কোম্পানি যেখানে লোমশ নারীদের ছবি ব্যবহার করে সেটাকে স্বাভাবিক হিসেবেই দেখানো হয়েছে।

তবে মেয়েদের শরীরের লোম নিয়ে যে এক ধরণের লজ্জা-সংকোচ, সেটা কাটিয়ে তোলার দায়িত্ব কেন একটা রেজর কোম্পানি নিচ্ছে সে প্রশ্ন তুলেছেন অনেকে।

লেখক র‍্যাচেল হ্যাম্পটন যুক্তরাষ্ট্রের এক ওয়েবসাইটে লিখেছেন, “এটা সত্য যে এই বয়সে এসে আরও অনেকের মতো আমিও মসৃন লোমহীন পা পছন্দ করি। কিন্তু যদি ১১ বছর বয়সের মধ্যেই আমার মাথায় এই ধারণা গেঁথে দেয়া না হতো যে মেয়েদের শরীরে লোম থাকা মানে খারাপ কিছু, তাহলে হয়তো আমি এই লোম কামানোর কাজটাই শুরু করতাম না! যে কোম্পানি রেজর বিক্রি করছে, তারা কি দাবি করতে পারবে যে এই পুরো ব্যাপারটার পেছনে তাদেরও দায় আছে?”

Source from: http://www.bbc.com/bengali/news-44673982

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...

ইরানের ওপর আবারও আঘাত হানল যুক্তরাষ্ট্র!

টানা ১২ দিনের তীব্র সংঘাত শেষে এই মূহুর্তে যুদ্ধবিরতি চলছে ইরান-ইসরায়েলের মধ্যে। এই সংঘাতের শেষ দিকে ইসরায়েলের পক্ষ...