
বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন জার্মানি দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে।
এবার বিশ্বকাপে এফ গ্রুপে জার্মানি তিনটি খেলা খেলেছে। কিন্তু জিতেছে মাত্র একটিতে। সেই জয়টাও তারা পেয়েছিল সুইডেনের বিরুদ্ধে খেলার শেষ মুহুর্তে ৯৫ মিনিটে গোল করে।
আবারও বিশ্বকাপ চ্যাম্পিয়নের গায়ে অভিশাপ আঘাত করলো।
আরও সুনির্দিষ্টভাবে বলা যায়, এটি একবিংশ শতাব্দীর অভিশাপ।
বিশ্বকাপের ইতিহাসে ২০০২ সাল পর্যন্ত দুই বার শিরোপাধারীদের টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঘটনা ঘটেছিল।
এর একটি ঘটনা ছিলো ১৯৫০ সালে। তখন ১৯২৮ এর চ্যাম্পিয়ন ইতালি বাদ পড়েছিলো (দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ এ বিশ্বকাপ হয়নি)।
আর ১৯৬২’র চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৬৬ সালে বাদ পড়েছিলো পর্তুগাল এবং হাঙ্গেরি থেকে পিছিয়ে থাকার কারণে।
আরো পড়তে পারেন:
‘মেসি দলকে শতভাগ দেননা- এমন গুজব সত্য না’
ম্যারাডোনা মধ্যাঙ্গুলি কাকে দেখালেন, কেন?
বিশ্বকাপ তারকা যেভাবে মাঠের কৃষক হয়ে গেলেন
২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে উদ্বোধনী খেলাতেই সেনেগাল এর কাছে গোল খেয়ে ছিটকে পড়েছিল আগের বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অথচ সেটাই ছিল সেনেগালের প্রথম বিশ্বকাপ।
২০১০ সালে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। ২০০৬ সালের চ্যাম্পিয়ন ইতালি গ্রুপ পর্বের বাধা পেরুতে পারলো না।
চার বছর পর ২০১৪ সালে সর্বশেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন।
এখন আবার একই ঘটনা ঘটলো। সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং মোক্সিকোর কাছে চ্যালেঞ্জের মুখে পড়বে জার্মানি, এটা মানুষের ভাবনায় ছিল না।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হেরে দ্বিতীয় ম্যাচে সুইডেনকে হারিয়ে লড়াইয়ে ফিরেছিল জার্মানরা।
কিন্তু অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার কাছে শেষমুহুর্তের গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়তে হলো জার্মানীকে।
বিশ্বকাপের আগে টানা ৫ ম্যাচে দক্ষিণ কোরিয়া কোনো ম্যাচে জয়ী হতে পারেনি।তারাই হারিয়েছে জার্মানিকে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে যেন অদৃশ্য এক অভিশাপই লেগে গেছে।
Source from: http://www.bbc.com/bengali/news-44638384