
আফগানিস্তানের কর্তৃপক্ষ সেদেশের তালেবান জঙ্গীদের সাথে সরকারের করা যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির আহ্বান জানিয়েছে ।
দেশটির অধিকাংশ এলাকা জুড়েই ঈদের সময় তিন দিনের যুদ্ধবিরতি পালিত হয়েছে, এবং রোববার তা শেষ হবার কথা।
সরকার সমর্থিত শান্তি কাউন্সিলের প্রধান করিম খলিলি এক টিভি বক্তৃতায় বলেছেন, যুদ্ধবিরতি সফল হয়েছে। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিও বলেছেন, আরো যুদ্ধ করার কোন যুক্তি নেই।
প্রেসিডেন্ট গনি তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সরকারের পথ অনুসরণ করে শান্তি আলোচনায় যোগ দেয়। তিনি বলেন, সরকার সব ইস্যু নিয়ে ব্যাপকভিত্তিক শান্তি আলোচনার জন্য প্রস্তুত আছে।
কিন্তু শনিবার তালেবান বলেছে, রোববারই যুদ্ধবিরতি শেষ হবে এবং তারা তাদের যোদ্ধাদের নিজ নিজ অবস্থানে ফিরে যাবার আদেশ দিয়েছে।
যুদ্ধবিরতি চলার সময় ঈদের দিন তালেবান জঙ্গীদের দেখা যায় অস্ত্র ছাড়াই কাবুলে ঢুকতে, সরকারি বাহিনীর সদস্যদের সাথে কোলাকুলি করতে। তারা একসাথে ঈদের নামাজ পড়ে, অনেকে সাধারণ লোকের সাথে সেলফি তোলে। প্রত্যক্ষদর্শীরা বলেন, আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করছে এই দৃশ্য দেখে তারা নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, এ দৃশ্য প্রমাণ করে যে আমরা সবাই শান্তির পক্ষে।
তবে এর মধ্যেই নাঙ্গারহারে তালেবান এবং সরকারি কর্মকর্তাদের একটি সমাবেশের ওপর একটি আত্মঘাতী হামলা চালানো হয় – যাতে ২৫ জন লোক নিহত এবং ৫৪ জন আহত নন।
এই এলাকাটিতে ইসলামিক স্টেট সক্রিয় এবং তারাই এ আক্রমণ চালিয়েছে বলে দাবি করেছে।
এ মাসের প্রথম দিকে তালেবানের সাথে সরকারের যোগাযোগের খবর বেরুলেও তালেবান কোন গোপন আলোচনা কথা অস্বীকার করে।
Source from: http://www.bbc.com/bengali/news-44511192