
রুশদের সম্পর্কে বলা হয়, তারা নাকি হাসে না।
তাই বিদেশিরা অনেকেই মনে করে, রাশিয়ার লোকেরা বন্ধুসুলভ নয়।
রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে আর ক’দিন বাদেই। সে উপলক্ষে নানান দেশের ফুটবল ভক্তেরা যাবেন রাশিয়ায়।
রাশিয়ানদের তারা যেন গোমড়ামুখো না ভাবেন, সে জন্য ট্রেন কন্ডাকটরদের শেখানো হচ্ছে বিদেশিদের সাথে কি করে হেসে কথা বলতে হয়।
তারা এটাও শিখছে, হাসার সময় অন্তত: ক’টা দাঁত দেখা যেতে হবে। উত্তর হচ্ছে: অন্তত: ৮ থেকে ১২টি।
Source from: http://www.bbc.com/bengali/news-44455367