রিমু-বিপাশা আর ৭ বছরের অনিরুদ্ধের শেষ অবকাশ

Date:

Share post:

নেপালে সোমবারের বিমান দুর্ঘটনায় ২৮ জন বাংলাদেশির শবদেহ এখন কাঠমান্ডুর একটি াতালে। তাদের ম্যে রয়েছেন ঢাকার সোবহানবাগের রফিক জামান রিমু, তার স্ত্রী সানজিদা হক বিপাশা এবং তাদের সাত ের ছেলে অনিরুদ্ধ জামান।

রফিক জামান প্রতিবন্ধীদের নিয়ে করে এমন একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। সানজিদা হক হাঙ্গার প্রজেক্ট নামে একটি এনজিওতে কাজ করতেন। অনিরুদ্ধ মন্ডির অরণি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।

কাজের ব্যস্ততায় পরস্পরকে নিজেদের সময় দিতে পারছিলেন না রফিক জামান এবং সানজিদা হক । তাই বন্ধুদের পরামর্শেই সাত বছরের ছেলে অনিরুদ্ধকে নিয়ে নেপালে বেড়াতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

জামান দম্পতির ঘনিষ্ঠ বন্ধু সুমন জাহিদ বিবিসিকে বলেন, “ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী নিজেদের সময় দিতে পারছিলেন না। আমরা বন্ধুরাই তাদের চাপ দিচ্ছিলাম কোথাও থেকে কয়েকদিন ঘুরে আসতে।”

কেন সেই পরামর্শ তারা দিয়েছিলেন, তা নিয়ে কিছুটা অনুশোচনা হচ্ছে বন্ধু সুমনের।

ঢাকায় সোবহানবাগে রফিকের বাড়িতে এবং যশোরে সানজিদার বাড়িতে গতকাল (সোমবার) থেকেই গভীর ের ছায়া। অনেক সাংবাদিকরা ভিড় করলেও কেউ কথা বলতে চাইছেন না ।

রফিকের এক মামা গেছেন কাঠমান্ডুতে শবদেহ আনতে।

সুমন জাহিদ জানালেন, তার মাকে এখনো কিছু জানানো হয়নি। কানাডা প্রবাসী বড় ভাই বুধবার দেশে আসছেন। তিনিই হয়তো আমাকে বলবেন।ল্যান্ড করা নিয়ে কি বিভ্রান্তি তৈরি হয়েছিল?’

জনপ্রিয় দম্পতি

সুমন জাহিদ জানালেন, ঢাকা কলেজে পড়ার সময় থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েছিলেন রফিক জামান। তারপর ঢাকা িদ্যালয়ে ঢুকে জিয়া ছাত্রাবাসে ছাত্রলীগের সেক্রেটারি হন।

পরে অবশ্য রাজনীতির তার দূরত্ব তৈরি হয়, এবং ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। স্লোগান ৭১ নামে একটি সংগঠনও গড়ে তুলেছিলেন তিনি।

“১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন রফিক। কারো কোনো হলেই সমাধানে ঝাঁপিয়ে পড়তেন। সে কারনে জুনিয়র সিনিয়র সবাই তাকে বস বলে সম্বোধন করতো।”

সমাজসেবার প্রতি আগ্রহ থেকেই পেশা হিসাবেও প্রতিবন্ধীদের জন্য কাজকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন রফিক।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের সূত্রেই ক্যাম্পাসেই পরিচয় এবং পরে প্রণয় সানজিদা হকের সাথে।

“অসামান্য মেধাবী এবং ব্যক্তিত্বের অধিকারী ছিলো বিপাশা। অনেক কাজ করতো, কিন্তু তা নিয়ে কথা বলতে পছন্দ করতো না।”

বছর দুয়েক আগে বিপাশার মা ক্যানসারে মারা যান। বাবা বেঁচে আছেন। যশোরে থাকেন তিনি।

“অনিরুদ্ধ ছিল সংসারের বিন্দু। ভীষণ প্রাণবন্ত এবং একইসাথে অনুভূতিপ্রবণ ছিল বাচ্চাটা। আমরা প্রতি বছর ১৫ ডিসেম্বর রাতে টিএসসিতে ফানুস ওড়াই, বিশাল একটি পতাকা তৈরি করি। সারাণ এই বাচ্চাটিও আমাদের সাথে থাকতো…ওর মুখটা মনে হলেই মন ভেঙে যাচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন...

বারে ‘ভিআইপি’ কক্ষ না পেয়ে ক্ষুব্ধ যুবদল নেতা, ‘ভাঙচুর-নারীদের হেনস্তা’

রাজধানীর মহাখালীতে জাকারিয়া রেস্তোরাঁ ও বারে মদপানের জন্য ভিআইপি কক্ষ না দেওয়ায় ’মনক্ষুণ্ণ’ এক যুবদল নেতার অনুসারীরা ভাঙচুর...

টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ফেনীতে এসআই ক্লোজড

ফেনীর পরশুরামে অভিযোগকারীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরশুরাম মডেল থানার...

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

কুয়েতে ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সম্প্রতি এক অভিযানে চাঁদাবাজি করার সময় তাকে হাতেনাতে...