মুখোশ মানুষ’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর ফের সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি।

Date:

Share post:

সাইবার ক্রাইমের নিয়ে নির্মিত ‘োশ মানুষ’ সিনেমার ট্রেইলার প্রকাশের পর ফের র মুখে পড়েছে সিনেমাটি। গতকাল ইউটিউবে প্রকাশিত হয়েছে এ সিনেমার ট্রেইলার। ২মিনিট ৪৭ সেকেন্ডের এই ট্রেইলারে তুলে ধরা হয়েছে সিনেমার বিভিন্ন দৃশ্য। এতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা যায়। ট্রেইলারে অভিনেতা হিল্লোলকে টি সংলাপ বলতে শোনা যায়, ‘খুঁজে ফিরি নতুন নতুন মুখ, আর নতুন নতুন দেহ।’ এছাড়া এতে আরো কয়েকটি সংলাপ রয়েছে।

এদিকে ট্রেইলার প্রকাশের পর থেকেই এটি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এতে অন্তরঙ্গ দৃশ্যসহ সিনেমার মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

২০১৫ সালে সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। এতে হিল্লোল ও নওশিনকে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছিল। পুরো ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, টানটান উত্তেজনা ও বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় সমালোচিত হয়েছেন নওশিন।

ইয়াসির আরাফাত জুয়েল ালিত এ সিনেমাটিতে করেছেন-নওশিন, হিল্লোল ও কল্যান কোরাইয়া। এছাড়া বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন-বড়দা মিঠু, মিমো, প্রসূন আজাদ ও রাইজা রশিদ।

প্রথমে এটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ করা হয়। পরবর্তীতে এতে দৃশ্য সংযোজন বিয়োজন করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন নির্মাতা। ‘মুখোশ মানুষ’ সিনেমাটির গল্প গড়ে উঠেছে সত্য ঘটনা অবলম্বনে। সমাজে এমন ঘটনা হরহামেশাই ঘটে থাকে। কিন্তু নির্মাতা চেয়েছেন ঘটনাগুলোকে সিনেমার পর্দায় তুলে আনতে।

মুখোশ মানুষ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন আহাদুর রহমান। আর চিত্রনাট্য লিখেছেন পরিচালক ইয়াসির নিজেই। আবহ সঙ্গীত করেছেন ্যয় খান। ফাইনাল মিক্স অ্যান্ড ডিজাইন-তির্থানক মজুমদার। সংগীত করেছেন- চিরকুট ব্যান্ডের ভোকাল পিন্টু ঘোষ এবং আহমেদ হুমায়ূন। কণ্ঠ দিয়েছেন-সুকন্যা মজুমদার, আঁচল এবং আরিফ। সিনেমাটোাফার হিসেবে ছিলেন-সাহিল রনি।

এরই মধ্যে বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তির জন্য প্রস্তুত ‘মুখোশ মানুষ’। প্রযোজক এবং পরিচালকের ইচ্ছা আগামী ১৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহের সময় মৃদুল হাসান নামের এক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)...

আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি, আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো

বিভিন্ন সময় গুঞ্জন উঠেছিল যুক্তরাষ্ট্র, ইউরোপ বা লাতিন আমেরিকার কোনো ক্লাবে পাড়ি জমাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু সব...

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৩৪

ভারতে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয়...

জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গুলি ছোড়া হয়

জুলাই আন্দোলন দমনে সারা দেশে ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। এর মধ্যে শুধু...