পেট্রলবোমায় যাত্রীহত্যা মামলায় খালেদাসহ ৩৮ জনের শুনানি ২৯ জানুয়ারি।

Date:

Share post:

আদালত_khaleda

গাড়িতে পেট্রলবোমা মেরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় যাত্রীহত্যা সংক্তান্ত বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন মঞ্জুর করে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৯ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিক্ষিতে সময় মঞ্জুর করে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন শুনানির এ দিন ধার্য করেন।

গত ৫ জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলাটি বিচারের জন্য ঢাকার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে প্রেরণ করেন। এদিন াতক আসামিদের গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদন প্রাপ্তির জন্য ও জামিনে থাকা আসামিদের হাজিরার জন্য দিন ধার্য ছিল। এর আগে গত ২৭ ও ১৮ জুলাই খালেদা জিয়া আদালতে আসেননি। তার সময়ের আবেদন আদালত মঞ্জুর করেন। এর আগে ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।

মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্থায়ী র সদস্য এম কে আনোয়ার, সিনিয়ার যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী, সাবেক যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১১ জন জামিনে রয়েছেন।

বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, (বর্তমানে হাজতে), বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, আজিজুল বারী হেলাল, মীর সরাফত আলী সফু, সুলতান সালাউদ্দিন টুকুসহ ২২ জন পলাতক রয়েছেন।

গত ৩০ মার্চ খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার অভিযোগপত্র আমলে গ্রহন করে খালেদা জিয়াসহ পলাতক ২৮ আসামির বিরুদ্বে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকা মহানগর দায়রা জজ মো. কাকরুল হোসেন মোল্লা অভিযোগপত্র পর্যালোচনা করে অভিযোগপত্র আমলে গ্রহণ করে উপরোক্ত আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়াকে পলাতক দেখানো হয়ে ছিল। বর্তমানে অভিযুক্ত ৩৮ জনের মধ্যে ৫ জন কারাগারে ১১ জন জামিনে রয়েছেন। আদালত এ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মিয়াসহ ৪৩ জনকে ি দিয়েছেন ।

গত ২০১৫ সালের ৬ মে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বশির উদ্দিন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন। মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখানো হয়েছে। আদালতে খালেদা জিয়াসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। মামলার অভিযোগপত্রে ৮১ জনকে সাক্ষী করা হয় ।

অভিযুক্ত অন্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস-চেয়ারম্যান , বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্ ও সাবেক ছাত্রনেত্রা হাবিব-উন-নবী খান সোহেলসহ ৩৮ জন।

গত বছরের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী টি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী। এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন থানার এসআই কে এম ুজ্জামান। দায়ের করা মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় পেট্রলবোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়।এ পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম এজাহরে আসামির তালিকায় উল্লেখ করা না থাকালেও এজাহারের বক্তব্যের মধ্যে হুকুমদাতা হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পাকিস্তান-ভারত সংঘাতের মধ্যে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সামরিক সংঘাত ক্রমেই ঘনীভূত হচ্ছে। এরই মধ্যে এই উত্তেজনার রেশ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও।...

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জোবাইদা রহমান

১৭ বছর পর ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকালে...

বিদ্রোহীদের বাদ দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৩ জনকে...

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেওয়া...