বাবু ভাই মরে নাই তিনি আনোয়ারা-কর্ণফুলীর মানুষের মাঝে বেঁচে আছেন,ওবায়দুল কাদের।

Date:

Share post:

এফআই জিকু
গতকাল (৪ নভেম্বর) সকালে আনোয়ারায় আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন,দলের আপদে বিপদে সবসময় বাবু ভাই সবার সামনে থাকতেন। জাতীয় নির্বাচন এলেই অনেক প্রার্থীকে গোপনে টাকা দিতেন। কিন্তু কখনোই তিনি তা প্রকাশ করতেন না।
ওবায়দুল কাদের আরও বলেন,বাবু ভাই মরে নাই,তিনি আনোয়ারা-কর্ণফুলীর মানুষের মাঝে বেঁচে আছেন। তাঁর কর্ম,কীর্তি আর ভালোবাসা তাঁকে আমাদের ভুলতে দেবে না। ভূমি প্রতিমন্ত্রী জাবেদকে উদ্দেশ্য করে সেতু মন্ত্রী বলেন,তোমার সততা নিয়ে কেউ কোনদিন প্রশ্ন তুলেনি। আমরা চাই তোমার বাবার আদর্শ নিয়ে সবার সাথে মিলে মিশে এগিয়ে যাবে এটাই আশা করি। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন,দল ভারী করার জন্যে কোন চিহ্নিত সন্ত্রাসী,আগাছা লোকদের দলে ভেড়ানো যাবে না
এসব কথা বলেন। আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র মাঠে এটি অনুষ্ঠিত হয়।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর সভাপতিত্বে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ মালেক ও হায়দার আলী রনির পরিচালনায়
অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম,উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন,উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া,ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম,সামশুল হক চৌধুরী এমপি,ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি,নজরুল ইসলাম চৌধুরী এমপি,কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য আহমেদ হোসেন,সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ কবির লিঠন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন,কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী,আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জামাল আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রীর পক্ষে সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...