প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও এক মাস ছুটি বাড়ানোর জন্য আবেদন করতে যাচ্ছেন। আজ-কালের মধ্যেই তিনি এই আবেদন করবেন বলে জানা গেছে।
প্রধান বিচারপতি বর্তমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অবস্থান করছেন। সেখান থেকে ই-মেইলের মাধ্যমে তিনি আইন মন্ত্রণালয়ের কাছে ছুটির আবেদন করবেন।
গত ৩ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এস কে সিনহা। ছুটিতে থাকাবস্থায় অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করেন তিনি। অষ্ট্রেলিয়া দূতাবাস তাঁকে তিন বছরের ভিসা দেয়।
গত ১০ অক্টোবর প্রধান বিচারপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতিকে তার বিদেশ ভ্রমণের বিষয়টি চিঠি দিয়ে অবহিত করেন। ওই চিঠিতে ১৩ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় থাকতে চান বলে উল্লেখ করেন। এজন্য তাঁর ছুটি ১০ দিন বাড়িয়ে ১০ নভেম্বর পর্যন্ত করা হয়। এখন সেই ছুটি আরও এক মাস বাড়াতে আবেদন করতে যাচ্ছেন তিনি।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আরও এক মাস ছুটি বাড়ানোর জন্য আবেদন করতে যাচ্ছেন।
Date:
Share post: