কাতালোনিয়া ইস্যুতে স্পেনে চরম উত্তেজনা

Date:

Share post:

স্পেনের কাতালোনি়া অঞ্চলের স্বাধীনতা ঘোষণাকে ্দ্র করে উত্তেজনা বাড়ছেই।

স্পেনের ার ইতিমধ্যেই কাতালান আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে পুজডেমননকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে।

কিন্তু তার পরও তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে বলেছেন স্পেনের এক কর্মকর্তা।

অন্যদিকে মি. পুজডেমন কেন্দ্রীয় সরকারের রুদ্ধে ডাক দিয়েছেন গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার। মাদ্রিদে কাতালান স্বাধীনতার বিপক্ষে সমাবেশ করেছে স্প্যানিশ জনগণ।

কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজডেমনকে কেন্দ্রীয় সরকারের ঘোষিত নির্বাচনে অংশ নেবার সুযোগ দিতে চায় স্পেন সরকার।

যদিও স্বাধীনতার ঘোষণা দেবার দায়ে তাকে আঞ্চলিক সরকার থেকে সরিয়ে দিয়ে কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ। ক্ষমতায় আনা হয়েছে দেশটির উপ-প্রধান্রী সোরাইয়া সান্তামারিয়াকে। বার্সেলোনায় বিক্ষোভ। বার জন ঐক্যের পক্ষে, ডানের জন্য স্বাধীনতার পক্ষে

আগে থেকে ধারণ করা পুজডেমন এক টেলিভিশন ভাষণে দেশটির স্বাধীনতা ঘোষণার পর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে।

ভাষণটি কাতালান টিভিতে শনিবার বিকেলে প্রচার করা হয়। গণতান্ত্রিক প্রতিরোধের ডাক দেন সোনে মিস্টার পুজডেমন।

এর আগেই শুক্রবার স্পেনের প্রধান্ত্রী ম্যারিয়ানো রাখয় করেন পুজডেমনকে। ঘোষণা দেন ডিসেম্বরের মধ্যেই নতুন নির্বাচনের। কাতালান পুলিশ প্রধানকে সরিয়ে সেই দায়িত্ব দেয়া হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীকে।

শনিবারের টেলিভিশন ভাষণে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে বিরোধীতা করে কার্লোস পুজডেমন বলেন যে, তারা কাতালানবাসীর স্বাধীন হবার ইচ্ছার ওপর ভরসা করে এই আন্দোলন চালিয়ে যাবেন। সহিংসতা, অসম্মান ছাড়াই বিজয়ী হবার আশা জানান তিনি।

এদিকে, মাদ্রিদ সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের নির্বাচনে পুজডেমনকে অংশ নিতে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। যদিও এও বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের জন্যে তার বিচার হবে।

শনিবার মাদ্রিদে বিচ্ছিন্নতাবাদের বিপক্ষে সংবিধান ঠিক রাখার দাবিতে াল সমাবেশে অংশ নেন শত শত স্প্যানিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

ভারতের ওপর ২৫ শতাংশের বেশি শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে নয়াদিল্লির পণ্যে ২৫ শতাংশ শুল্ক...

মধ্যরাতে-জুলাই-ঘোষণাপত্রের-অনুষ্ঠান-বর্জনের-ঘোষণা-দিয়ে-হান্নান-মাসউদের-ফেসবুক-পোস্ট

ডেস্ক নিউজ জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সোমবার রাত ২টায়...

চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে সাবেক সেনা প্রধান হারুন অর রশিদের মরদেহ পাওয়া যায়

সাবেক সেনা প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার...

ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীরা’

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগ পরিচয়ে অন্যান্য শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অংশীদার হতেন এমন ‘ছাত্রশিবিরের নেতাকর্মীদের’ পরিচয় দিয়ে সামাজিক...