ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে নয়াদিল্লির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের নতুন হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব আরও প্রকট হলো।
গতকাল সোমবার (৪ জুলাই) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া যখন ইউক্রেনের মানুষকে হত্যা করছে তখন দেশটি থেকে তেল কিনে সেগুলো আরও দামে বিক্রি করছে ভারত। এ কারণে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “ভারত শুধুমাত্র রাশিয়া থেকে বিপুল তেল কেনেই না, এরপর তারা বেশিরভাগ তেল মুক্তবাজারে বিপুল লাভের জন্য বিক্রি করে। রাশিয়ার যুদ্ধমেশিনে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছেন সেটি ভারত বিবেচনায় নেয় না। এ কারণে যুক্তরাষ্ট্রে ভারত যে শুল্ক দেয় সেটি আমি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।”