সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে,বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Date:

Share post:

সরকার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিএনপি ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

২০ দলীয় জোট ভেঙে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘জোট ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের জোট অটুট রয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানকে নিখোঁজ করার উদ্দেশ্যই হচ্ছে ২০ দলীয় জোট নেতৃবৃন্দকে ভয় দেখানো। তিনি আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

গত ২৭ স্ট রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারের বাসায় যাওয়ার পথে নিখোঁজ হন আমিনুর। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কল্যাণ পার্টির মহাসচিবের গুমের ঘটনা উল্লেখ করে ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীসহ বিরোধী দলের নেতাকর্মীদের একই বিরোধী মতকে সরকার সহ্য করতে পারছে না। আমাদের নেতাকর্মীদের প্রতিনিয়ত গুম করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে কোনও মানুষের া নেই। বর্তমান সরকারের আমলে চৌধুরী আলম, ইলিয়াস আলী থেকে শুরু করে বিএনপি, বদল, ্রদলের ৩০০ এর কাছাকাছি নেতাকর্মী গুম হয়ে গেছে। গুম হচ্ছে তাবিরোধী জঘন্য অপরাধ। এর পরিণতি হয় করুণ। একদিন না একদিন বিভিন্ন দেশে এর বিচার হয়।’

গুম নিয়ে বাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘রাষ্ট্রে যা কিছু ঘটবে তার সব দায় সরকারের।’ তিনি বলেন, ‘রাষ্ট্র যদি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও প্রতারণা করে সঠিক না দেয়, সেক্ষেত্রে সবচেয়ে বড় সন্ত্রাসী তো রাষ্ট্রই। অথচ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনির দায়িত্ব হচ্ছে যদি কেউ গুম হয়ে যায় তাকে খুঁজে বের করা। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুম শুরু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এখন তা সারা দেশে ছড়িয়ে পড়েছে।’

এ সময় আমিনুর রহমানসহ সকল নিখোঁজ ব্যক্তিদের ফেরত দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ২০ দলীয় জোটের নেতা খন্দকার গোলাম মোর্ত্তুজা, ফরিদুজ্জামান ফরহাদ, অধ্যাপক রেহেনা প্রধান, মোস্তফা জামাল হায়দার, রেদোয়ান আহমেদ, খন্দকার লুৎফর রহমান, সাইফুদ্দিন মনি, সাঈদ আহমেদ, মহিউদ্দিন একরাম, এমএম রাকিব, সৈয়দ মাহবুব হোসেন, গোলাম মোস্তফা ভূইয়া, মজিবুর রহমান পেশোয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে খুনের ঘটনায় অস্ত্রসহ চারজন গ্রেফতার

গত ৯ জুলাই ২০২৫, বুধবার বিকেল অনুমান ০৬০০ ঘটিকার সময় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন...

৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তা-ভাবনা করছে সরকার : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্য হলে আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার...

সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা নারী দলকে ৯ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী দল। শুক্রবার বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায়...

বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায় : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতান্ত্রিক উত্তরণ চায়। তিনি বলেন,...