জয়ের ব্যাপারে সাকিবকে ভরসা দিয়েছিল শিশির

Date:

Share post:

মনে হচ্ছিল অস্ট্রেলিয়া সহজেই জয়লাভ করতে যাচ্ছে। চতুর্থ দিনের শুরুটাও হয়েছিল সে রকম।

ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ যেভাবে ব্যাট করছিলেন, তাতে বাংলাদেশের সমর্থকদের অনেকেই জয়ের ব্যাপারে হাল ছেড়ে দিয়েছিলেন।

খেলোয়াড়দের মনেও যে জয় নিয়ে আশংকা ছিল সেটি বোঝা গেছে সাকিব আল হাসানের কথায়।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর মনের ভেতর তৈরি হওয়া উদ্বেগের কথা প্রকাশও করেন তিনি।

সে অনুষ্ঠানে দর্শকদের সাকিব আল হাসান জানান, গতরাতে তাঁর স্ত্রীর সাথে ম্যাচ নিয়ে যখন আলাপ করছিলেন তখন তিনি জয়ের ব্যাপারে সংশয় পোষণ করেন।

কিন্তু সাকিবের সে সংশয়কে খারিজ করে দিয়ে তাঁর স্ত্রী বলেন, বাংলাদেশই এ ম্যাচে জিতবে এবং সাকিব আল হাসানই পারবে এ ম্যাচ জেতাতে।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ২২১ রানে শেষ হয়ে যাবার পর অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্য থাকে ২৬৫ রান।

গতকাল অর্থাৎ ম্যাচের তৃতীয় দিন অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে ১০৯ রান করে। ফলে জয় নিয়ে সাকিব আল হাসানের মনে সংশয় তৈরি হয়েছিল।

“আমি আমার ওয়াইফের সাথে কথা বলছিলাম।আমি বললাম যে মনে হয় না জিততে পারবো। টাফ হয়ে গেলো।আমার ওয়াইফ বলছে যে তুমি একমাত্র আছ যে জিতাইতে পারে,” দর্শকদের উদ্দেশ্যে বলছিলেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসানের এ কথা শুনে ব্যাপক করতালি দিয়ে সেটির জবাব দেন গ্যালারির দর্শকরা।

সাকিব আল হাসানের স্ত্রী তাঁর উপরে যে গভীর বিশ্বাস রেখেছিলেন, সেটির প্রতিদান দিয়েছেন ম্যাচে পাঁচ উইকেট নিয়ে। একই সাথে তিনি হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়।

তবে ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, বাংলাদেশের এ জয় দলগত চেষ্টার ফসল।

যে কোন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যে ম্যাচ জিততে পারে এটি তার প্রমাণ বলে উল্লেখ করেন সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আবারো এস আলমে আগুন 

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম গ্রুপের চিনির গুদামের পর এবার তেলের মিলে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের...

জিম্মি নাবিকদের উদ্ধার চেষ্টার সময় গুলি বিনিময়

সময় ডেস্ক সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালিয়েছে অন্য একটি জাহাজ। দুই...

শেষ ম্যাচে ভুটানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

সময় স্পোর্টস ডেস্ক সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিলো বাংলাদেশের মেয়েরা। ১০ মার্চ ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে...

নারী দিবসে নারী কর্মীদের সম্মান জানিয়ে এবারই প্রথম কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছেন নারী কর্মীরা

সময় ডেস্ক আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা। রাজধানীর শাহজালাল...