জোড়া গোলে দিয়ে বার্সাকে জয়ের স্বাধ দিলেন মেসি।

Date:

Share post:

সুযোগ নষ্ট করেন পেনাল্টি থেকে। একটি শট লাগল ক্রসবারে। তবে জোড়া গোল করে বার্সেলোনাকে ঠিকই এনে দিয়েছেন লিওনেল মেসি।
আলাভেসের মাঠে লা লিগার ম্যাচটি ২-০ গোলে জিতেছে এরনেস্তো ভালভেরদের দল।
রক্ষণাত্মক আলাভেসের বিপক্ষে শুরু থেকেই বলের দলে আর আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে গোলে সব শট যাচ্ছিল গোলরক্ষক বরাবর ম্যাচের প্রথম ভালো সুযোগটা ৩১তম মিনিটে পেয়েছিল স্বাগতিকরাই। জেরার্দ পিকেকে গতিতে হারিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েছিলেন রুবেন সোবরিনো। তবে খানিকটা এগিয়ে এসে তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।
৩৯তম মিনিটে পেনাল্টিতে মেসির ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি বার্সেলোনার। ঠিক আন্দাজ করে ডানে ঝাঁপিয়ে শট ঠেকিয়ে দেন ফের্নান্দো পাচেকো। পিকেকে পেছন থেকে জড়িয়ে ধরে ফেলে দেওয়ায় স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইবাইয়ের নিচু ক্রসে মানু গার্সিয়া পা লাগাতে না পারায় এগিয়ে যেতে পারেনি আলাভেস। এরপর রক্ষণ খোলসে ঢুকে পড়ে স্বাগতিকরা। ৫৫তম মিনিটে অবষে গোলের দেখা মেসি। জর্দি আলবার কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে শট নেন মেসি। বল এক খেলোয়াড়ের পায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।
উদযাপন দেখেই বোঝা গেল গোলের ্য কতটা মরিয়া ছিলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
৬৬তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে পাকো আলকাসের বাড়ান মেসিকে। লা লিগায় ৩৫১তম গোলটি করতে কোনো ভুল করেননি সর্বোচ্চ গোলদাতা।
৭৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে না লাগলে ের প্রথম হ্যাটিকটা পেয়ে যেতেন মেসি।
ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন পাওলিনিয়ো। তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ পাননি ব্রাজিলের এই মিডফিল্ডার। হ্যাটট্রিক হয়নি মেসিরও। তবে টানা দ্বিতীয় ম্যাচে জয়ে লা লিগার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরুটা পর্বটা ভালোই হচ্ছে কাতালান দলটির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ শুরু

আওয়ামী লীগের বিচার ও এর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শুরু হয়েছে। মঞ্চে এনসিপির...

বাজেট নিয়ে সুখবর দিলেন আসিফ মাহমুদ!

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া আগামী বছরের বাজেট নিয়ে কথা বলেছেন। আজ ২ মে (শুক্রবার)...

বাংলাদেশী দুজন কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ, ২ ভারতীয় কৃষককে আটক করে স্থানীয়

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজান সীমান্ত এলাকা থেকে জমিতে ধান কাটার সময় বাংলাদেশী দুজন কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ...

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে : নাহিদ ইসলাম

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক...