মন্ত্রণালয়য়ের সচিবরা দুর্নীতি না করলে কোন মন্ত্রণালয়েই দুর্নীতি হবেনা বলে মন্তব্য করেন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ

Date:

Share post:

মন্ত্রণালয়য়ের সচিবরা দুর্নীতি না করলে কোন মন্ত্রণালয়েই দুর্নীতি হনা বলে মনে করেন দুর্নীতি দমন কমিের (দুদক) চেয়ারম্যান ইকবাল হমুদ। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দুদক অয়োত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শে মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৫ আগস্টে নিহত অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ইকবাল মাহমুদের সভাপতিত্বে সভায় দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ, এএফএম আমিনুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ১৫ আগস্ট শুধু শোকের দিন নয় , এটি বাঙালি জাতির জন্য লজ্জারও দিন। যে ান ব্যক্তিত্ব দেশের স্বাধীনতা তথা মানুষের মুক্তির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন- এমনকি এই বাঙ্গালি জাতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাকে কতিপয় বাঙালিই হত্যা করেছে। এই হত্যাকাণ্ড বাঙালি জাতির জন্য কলঙ্কের।
তিনি বঙ্গবন্ধুর উদ্বৃতি উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হবে। কৃষক, শ্রমিক দুর্নীতি করে না, দুর্নীতি করে শিক্ষিত লোকেরা। বিশেষ করে সরকারি কর্মকর্তাদের সৎ থাকার কথা বলেছেন বঙ্গবন্ধু।
এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, মন্ত্রণালয়ের সচিব যদি দুর্নীতি না করেন বা দুর্নীতিকে প্রশয় না দেন তা হলে ওই মন্ত্রণালয়ে দুর্নীতি হতে পারে না।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দুদক রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা তখনই সমুন্নত থাকবে যখন কমিশনের কর্মকর্তাগণ দুর্নীতিমুক্ত থাকবে। আর তখনই বঙ্গবন্ধুর আদর্শের অণন ঘটবে এই প্রতিষ্ঠানে।
ইকবাল মাহমুদ আ বলেন, স্বপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনায় আমরা সত্যিই লজ্জিত। আমরা তাকে রক্ষা করতে পারিনি। এই লজ্জা থেকে কীভাবে আমরা মুক্তি পাবো তা আমার জানা নেই। তবে আমি মনে করি এই লজ্জা থেকে বিন্দু মাত্র মুক্তি পাওয়া যেতে পারে, যদি আমরা যে যেখানে আছি সেখান থেকে বঙ্গবন্ধ যা যা বলেছেন বা যা যা করেছেন তা বাস্তবায়ন করি।
আলোচনা শেষে ১৫ আগস্ট শাহাদৎবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন, দুদক মহাালক ড. মো. শামসুল আরেফিন, মো. আসাদুজ্জামান , পরিচালক মো. মঞ্জুর আহমেদ, মো. জায়েদ হো খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

নেতানিয়াহুর সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের উপর মার্কিন নিষেধাজ্ঞা

ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেওয়া জাতিসংঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৯ জুলাই)...

কোচিংয়ের অনলাইন লাইভ ক্লাসে শিক্ষক-শিক্ষিকার অশ্লীলতা, থানায় অভিযোগ

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন প্রস্তুতির প্ল্যাটফর্মে শিক্ষার পরিবেশে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে থানায় অভিযোগ করেছেন একজন অভিভাবক। বুধবার (৯ জুলাই)...

এসএসসির ফল, কমতে পারে ‘এ প্লাস’

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা...

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে আসছে নতুন অ্যাপ, চলবে ইন্টারনেট ছাড়াই 

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে নতুন মেসেজিং অ্যাপ নিয়ে আসছে টুইটারের (বর্তমান এক্স) সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও...